রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ অপরাহ্ন

অপরাধের প্রমাণ রয়েছে, বিচার বানচাল করতে পারবে না: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক / ৩০ বার
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

সাক্ষীদের সাক্ষ্যের পাশাপাশি, ভিডিও ফুটেজের মতো দালিলিক প্রমাণ দেয়া হয়েছে, তাই জুলাই আগস্ট হত্যাযজ্ঞের হত্যাকারীরা বিচার প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করে পার পাবে না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ (সোমবার, ১১ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে শহিদ শাহরিয়ার খান আনাসসহ ছয় জনকে হত্যার অভিযোগে মামলায় সূচনা বক্তব্য শেষে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, ‘পরাধ প্রমাণে প্রসিকিউশনের কাছে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ রয়েছে।’

এদিন, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ সূচনা বক্তব্যের পর সাক্ষ্য গ্রহণ শুরু হয় দুপুর ১২টায়। সাক্ষ্য গ্রহণ শুরু হয় নিহত আনাসের বাবার সাক্ষ্যের মধ্য দিয়ে।

এর আগে, সকালে এ মামলায় গ্রেপ্তার কনস্টেবল সুজনসহ ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় ৮ আসামির মধ্যে শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ‍ও মো. নাসিরুল ইসলাম গ্রেপ্তার আছেন।

আর পলাতক আছেন ডিএমপির বরখাস্ত সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। শেখ হাসিনার মামলার পর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ এ মামলায়।


এ জাতীয় আরো খবর...