শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

অফিসে কেমন পোশাক পরবেন

নিজস্ব প্রতিবেদক / ৯৬ বার
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

পোশাক শুধু ব্যক্তির রুচির ব্যাপার নয়, এটি আরাম এবং আপনার স্টাইলের সমন্বয়। আপনি যে অফিসেই কাজ করুন না কেন, সে অনুযায়ী সঠিক পোশাক পরলেই আপনার রুচিশীল ব্যক্তিত্ব ফুটে উঠবে।

তবে অফিসের প্রতিদিনের পোশাকে থাকা চাই নিজস্বতা। খুব দামি পোশাক বা নামি ব্র্যান্ডের হতে হবে তা কিন্তু নয়। আবহাওয়া আর ফ্যাশন, দুটির সমন্বয় ঘটিয়ে নিজের মতো করে পোশাক বেছে নিতে পারলেই হলো। তাহলে আসুন জেনে নেওয়া যাক অফিসে কেমন পোশাক আপনার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করবে-

কর্মজীবী নারীদের যেহেতু সময়ের অভাব সবচেয়ে বেশি, তাই পোশাক এমন হওয়া উচিত যা আরামদায়ক ও কাজের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অফিসে সারা দিন কাজের মধ্যে থাকতে হয়, তাই আঁটোসাঁটোর চেয়ে একটু ঢিলেঢালা পোশাক বেছে নিলে ভালো। এতে শরীরে আর্দ্রতা জমবে না। ঘেমে ভিজে গেলেও অফিসের এসির বাতাসে সহজেই শুকিয়ে যাবে।

প্রতিদিন পরার জন্য ফতুয়া, সিঙ্গেল কামিজ, মিডি ড্রেস, স্কার্ট, কো-অর্ডস, টি-শার্ট, টিউনিক অথবা কাফতানসহ ক্যাজুয়াল ঘরানার পোশাক বেছে নিতে পারেন। অফিসের অনুষ্ঠান থাকলে সেখানে শাড়ি পরতে পারেন। হালকা রঙের সুতি, তাতঁ বা কোটার শাড়ি কিংবা পাতলা কাজের সিল্ক বা জর্জেট শাড়ি কর্মক্ষত্রে বেশ মানানসই।

আজকাল অনেক নারী শাড়ির চেয়ে সালোয়ার-কামিজ ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে শাড়ির বদলে কুর্তি ও শার্ট জাতীয় পোশাকও পরতে পারেন। সাধারণ কাটের ঢিলেঢালা কামিজের সঙ্গে প্যান্ট কাটিং সালোয়ার সারা দিনের জন্য বেশ আরাম ও স্বস্তিদায়ক পোশাক হতে পারে। এই পোশাকগুলো অনুষ্ঠানের জন্যও উপযোগী হবে। কিন্তু যে পোশাকই পরুন না কেন পোশাক নির্বাচনের সময় মাথায় রাখবেন আপনার পোশাকটি যেন মার্জিত হয়।


এ জাতীয় আরো খবর...