শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক / ১২ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী, গীতিকার ও নির্মাতা জাহানারা ভূঁইয়া আর নেই। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জাহানারা ভূঁইয়া। ডায়াবেটিসের জটিলতায় তাঁর দুটি কিডনিই অচল হয়ে যায়। গত ১৬ মাস ধরে তিনি মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি।

অভিনেত্রীর ভাইয়ের ছেলে সংগীতশিল্পী নিলয় আহমেদ এক শোকবার্তায় লিখেছেন, “আমাদের প্রিয় বড় ফুপু জাহানারা ভূঁইয়া আর নেই। তিনি ছিলেন গানের গীতিকবি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব। তাঁর লেখা গান ও শিল্পকর্মের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।”

সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি জাহানারা ভূঁইয়া গীতিকার, প্রযোজক ও নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। গীতিকার হিসেবে তাঁর চলচ্চিত্রে যাত্রা শুরু হয় স্বামী মুক্তিযোদ্ধা ও পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার‘নিমাই সন্ন্যাসী’ ছবির মাধ্যমে।

আশির দশকে ‘সৎমা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চরিত্রাভিনেত্রী হিসেবে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। পাশাপাশি পরিচালনা করেছেন কয়েকটি ছবি।

প্রয়াত চলচ্চিত্র পরিচালক আজীজ আহমেদ বাবুলের বোন জাহানারা ভূঁইয়া দেশীয় চলচ্চিত্রে নারী পরিচালকদের অগ্রদূতদের একজন। স্বাধীনতার আগে ১৯৭০ সালে মানজান আরা বেগম (রেবেকা) প্রথম নারী পরিচালক হিসেবে ‘বিন্দু থেকে বৃত্ত’ নির্মাণ করলেও স্বাধীনতার পর চলচ্চিত্র পরিচালনায় এগিয়ে আসা নারীদের মধ্যে অন্যতম ছিলেন জাহানারা ভূঁইয়া। তার পরিচালিত‘সিঁদুর নিও না মুছে’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেলেও আজ পর্যন্ত মুক্তি পায়নি।


এ জাতীয় আরো খবর...