শিরোনামঃ
জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

অভিনেত্রী নন্দিনী কাশ্যপ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৯১ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
নন্দিনী কাশ্যপ

ভারতের আসামের জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী কাশ্যপ। সম্প্রতি তার অভিনীত সিনেমা ‘রুদ্র’ বক্স অফিসে পেয়েছে দারুণ সাফল্য। এবার গুয়াহাটিতে একটি হিট অ্যান্ড রান মামলায় নাম জড়িয়েছে তার। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় সামিউল হক (২২) নামের করপোরেশনের এক কর্মচারী মারা গেছেন। গত ২৫ জুলাই দুর্ঘটনার পর মঙ্গলবার (২৯ জুলাই) একটি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে ওই যুবকের।

গত ২৫ জুলাই মধ্যরাতে আসামের গোয়াহাটির কাহিলিপাড়া এলাকায় ঘটে দুর্ঘটনাটি। গুয়াহাটি পৌর করপোরেশনের কর্মচারী সামিউল হক স্ট্রিটলাইট মেরামত করছিলেন। এ সময় অভিনেত্রী নন্দিনীর গাড়ি ধাক্কা মারে সামিউল হককে। এতে গুরুতর আহত হন তিনি।

সামিউল হককে ধাক্কা দেয়ার পর অভিনেত্রী গাড়ি না থামিয়ে বরং দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। পরে দুর্ঘটনা প্রত্যক্ষকারী কয়েকজন তাড়া করে তাকে ধরেন এবং এ ব্যাপারে কথা বলেন।

এদিকে অন্য একটি প্রতিবেদন থেকে জানা গেছে, আহত সামিউল হককে প্রথমে গোয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হওয়া অ্যাপোলোতে স্থানান্তর করা হয়েছিল। সেখানে কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন। গোয়াহাটির মেয়র মৃগেন সারানিয়া তার মৃত্যু নিশ্চিত করেছেন।

এ ঘটনায় গত ২৮ জুলাই দিসপুর থানায় প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রী নন্দিনীকে। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি এবং ঘটনাস্থল থেকে পালানোর কথাও অস্বীকার করেন। নন্দিনী জানান, তাৎক্ষণিক পরিস্থিতির তীব্রতা বুঝতে পারেননি এবং পরে ভুক্তভোগীর অবস্থা সম্পর্কে জেনেছেন। তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং চিকিৎসায় আর্থিক সহায়তার প্রস্তাবও দেন।


এ জাতীয় আরো খবর...