শিরোনামঃ
জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে মনোযোগ দিয়েছে ইরান

নিজস্ব প্রতিবেদক / ২৯ বার
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে মনোযোগ দিয়েছে ইরান। লুকিয়ে থাকা ইসরায়েলি গুপ্তচরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সামরিক বাহিনী মোতায়েন করেছে দেশটি। গণগ্রেপ্তার, মৃত্যুদণ্ড কার্যকরের মতো ঘটনাও ঘটেছে। তবে এসব ঘটনার অধিকাংশই ইরানের অশান্ত কুর্দিস্তান অঞ্চলে ঘটছে বলে অভিযোগ করেছেন কুর্দি মানবাধিকারকর্মীরা।

তারা রয়টার্সকে জানান, ১৩ জুন ইসরায়েলি বিমান হামলা শুরু হওয়ার পর থেকেই ইরানের নিরাপত্তা বাহিনী রাস্তায় চেকপোস্ট বসিয়ে ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু করে। ইসরায়েলের কিছু মহল ও ইরানের প্রবাসী বিরোধী গোষ্ঠী আশা করেছিল, ইসরায়েলি হামলা সরকারের ভিত কাঁপিয়ে তুলবে। এখন পর্যন্ত সরকারবিরোধী কোনো আন্দোলন দেখা যায়নি। তবে নিরাপত্তা হুমকির বিষয়ে অবগত এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভবিষ্যৎ অভ্যন্তরীণ বিদ্রোহের আশঙ্কায় এখন প্রধান অগ্রাধিকার দেওয়া হচ্ছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে, বিশেষ করে কুর্দি অঞ্চলে।

তিনি জানান, ইসরায়েলি গুপ্তচর, জাতিগত বিচ্ছিন্নতাবাদী ও নির্বাসিত বিরোধী সংগঠন পিপলস মুজাহিদিনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে বিপুল নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইসরায়েলি হামলার পর থেকে দেশটির আন্দোলনকারীরা প্রায় নিশ্চুপ হয়ে আছেন। ২০২২ সালের গণআন্দোলনের সময় কারান্তরীণ তেহরানের এক মানবাধিকারকর্মী বলেন, আমরা এখন বাড়তি সতর্কতা অবলম্বন করছি। কারণ, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতির অজুহাতে সরকার আমাদের ওপর চড়াও হতে পারে।

তিনি আরও জানান, তাঁর পরিচিত বহু মানুষকে তলব করে সতর্ক করেছে কর্তৃপক্ষ। তবে অনেকে গ্রেপ্তারও হয়েছেন। মানবাধিকার সংস্থা এইচআরএনএ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭০৫ জনকে রাজনৈতিক বা নিরাপত্তা-সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অনেকের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, তুরস্ক সীমান্তবর্তী ইরানের উত্তর-পশ্চিমের শহর উরমিয়াতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজশ এবং গুপ্তহত্যায় ব্যবহৃত যন্ত্রপাতি চোরাচালানের দায়ে দোষী সাব্যস্ত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানি কুর্দিদের অধিকার আন্দোলনকারী গোষ্ঠী হেঙ্গাও জানিয়েছে, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তারা সবাই কুর্দি। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে ইরানের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।


এ জাতীয় আরো খবর...