শিরোনামঃ
নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্ত আটক লাখ টাকা ধার করে স্ত্রী-সন্তানসহ আত্মহননকারী মিনারুলের চল্লিশা করলো পরিবার টাকা দিলেই মিলছে ব্যক্তির গুরুত্বপূর্ণ গোপন তথ্য জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন

আগামী নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক / ৩৭ বার
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, পুলিশের অতীত কিছু কর্মকাণ্ড যে জনমানসে নেতিবাচক ছাপ ফেলেছে, তা অস্বীকার করার সুযোগ নেই। তবে সামনে আসছে এক গুরুত্বপূর্ণ মোড়, যেখানে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সেই কলঙ্ক মোছার সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক মুহূর্ত।

রোববার (২২ জুন) টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) প্যারেড মাঠে ৫৫তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবু নাসের খালেদ বলেন, বিগত সময়ের ছাত্র আন্দোলন এবং পুলিশের ওপর মানুষের প্রতিক্রিয়া আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোথায় কোথায় আমরা পিছিয়ে আছি। সেই সংকটময় সময়ে পুলিশ বাহিনীর মধ্যেই এক ধরনের অনিচ্ছা ও মানসিক দ্বিধা তৈরি হয়েছিল। ৫ আগস্টের পর কিছু সময়ের জন্য কর্মবিরতিও দেখা গিয়েছিল। তবে বর্তমানে নতুন নেতৃত্বের অধীনে পুলিশ বাহিনী আরও সচেতন ও সজাগভাবে দায়িত্ব পালন করছে।

নতুন নিয়োগপ্রাপ্ত ৮১৭ জন পুলিশ সদস্যের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক বিশ্বাসের। সেই বিশ্বাস ফিরিয়ে আনতে হবে আচরণ, সেবার মান এবং পেশাদারিত্বের মাধ্যমে। জনগণের ভুল ধারণা ভাঙতে হলে পুলিশের পক্ষে অবশ্যই ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের বাহিনী আগের তুলনায় অনেক বেশি আধুনিক, সংগঠিত ও প্রশিক্ষিত। এখন আমাদের মূল লক্ষ্য—এই প্রশিক্ষণ ও শৃঙ্খলার বাস্তব প্রয়োগ ঘটিয়ে পুলিশের প্রতি মানুষের আস্থা পুনর্গঠন করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহেড়া পিটিসির কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমান্ড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান বিপিএম, এবং টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানের শেষাংশে সমাপনী কুচকাওয়াজে অংশ নেন ৮১৭ জন পুলিশ সদস্য।


এ জাতীয় আরো খবর...