রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

আজ এনসিপির পদযাত্রা স্থগিত

নিজস্ব প্রতিবেদক / ৫০ বার
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
এনসিপি

রাজধানীতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকে ভাসছে পুরো দেশ। এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর জানা গেছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭১ জন।

মর্মান্তিক এই দুর্ঘটনার কারণে আজ মঙ্গলবার (২১ জুলাই) নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে দলটি মাসব্যাপী সারাদেশে এ কর্মসূচি পালন করছে।

এদিকে, ফেনীতেও সোমবার এনসিপির যে পদযাত্রা কর্মসূচিও ছিল, তা-ও স্থগিতের ঘোষণা এলে আয়োজনটি আর অনুষ্ঠিত হয়নি। যদিও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীরা ফেনীতে সভাস্থলে চলে এসেছিলেন। পরে নেতারা ঢাকার উদ্দেশে রওনা দেন।

সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।


এ জাতীয় আরো খবর...