মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান, ভিডিও প্রকাশ

নিজস্ব প্রতিবেদক / ২৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। দেশটির এক পার্লামেন্ট সদস্যের বরাতে চাঞ্চল্যকর এমন দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’। গত শনিবার এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে গণমাধ্যমটি।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে দাবি করা হয়, রাজধানী তেহরানের আশপাশের গোপন কোনো স্থান থেকে উৎক্ষেপণ করা হয় ক্ষেপণাস্ত্রটি। আনুষ্ঠানিকভাবে কোনো দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মিসাইল পরীক্ষাটি চালিয়েছে।

স্বল্প থেকে দূরপাল্লার উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সমৃদ্ধ ইরানের সমরভাণ্ডার। আলোচিত ক্লাস্টার মিউনিশনযুক্ত মিসাইলও রয়েছে তেহরানের কাছে। ধারণা করা হয়, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্রের মজুত ইরানে।

উল্লেখ্য, গত জুন মাসে ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধ শেষ হওয়ার এক মাসেরও কম সময়ের ব্যবধানে নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইরান। বিশেষজ্ঞদের মতে, কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য এবং নিজেদের দৃঢ়তার পরিচয় দিতেই এমনটা করেছে দেশটি।


এ জাতীয় আরো খবর...