শিরোনামঃ
ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: জি এম কাদের জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল, এজিএস ফেরদৌস ও মেঘলা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

আপনার ই-মেইল আইডি কি Pwned হয়েছে

সৈয়দ জিয়াউল হক / ৩০ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ভাবুন তো—আপনার ১০/১৫ বছরের পুরনো Gmail বা Yahoo আইডি আজ হ্যাকারদের হাতে! এই তো সেদিন, আমাদের সিলেট ক্যাডেট কলেজের এক ছোট ভাই জানালো, তার অনেক পুরাতন Gmail আইডি হ্যাকড! আর সে HaveIBeenPwned এ চেক করে দেখে, তার আইডি ১০/১৫ টি ডাটা ব্রীচ এ ছিল!
ক। আপনি বুঝতেই পারছেন না, অথচ হ্যাকার আপনার নামে নতুন নতুন অ্যাকাউন্ট খুলছে, পাসওয়ার্ড রিসেট করছে, এমনকি প্রতারণাও করছে! এটাই হলো “Pwned”—মানে আপনার আইডি Owned / দখল করে নেয়া হয়েছে।
খ। আপনি চেক করবেন কীভাবে?
আপনার আইডিও Pwned বা হ্যাকড কিনা – চেক করার জন্য একটি ফ্রি সাইট আছে: HaveIBeenPwned.com
এই সাইটে আপনার ইমেইল আইডি দিয়ে সার্চ করলেই বের হয়ে আসবে আপনার আইডি কতবার কোথায় হ্যাক হয়েছে?!
গ। এখনই কেন চেক করবেন?
• পুরনো ইমেইল দিয়েই হ্যাকাররা নতুন ফাঁদ পাততে পারে।
• আগেভাগে জানলে আপনার পাসওয়ার্ড বদলে নিরাপদ থাকতে পারবেন।
• এক ইমেইল থেকে পুরো ডিজিটাল লাইফ ঝুঁকিতে চলে যেতে পারে।
• অনেকেই পুরনো পাসওয়ার্ড এখনও রিইউজ করেন।
• পুরনো মেইল দিয়েই নতুন অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করা যায়।
• পুরনো হ্যাকড ইমেইল দিয়ে হ্যাকাররা আপনার পরিচয়ে স্প্যাম বা স্ক্যাম চালাতে পারে।
ঘ। কেন নিয়মিত চেক করবেন?
• আগেভাগেই জানতে পারবেন আপনার ইমেইল/পাসওয়ার্ড লিক হয়েছে কিনা।
• সাথে সাথে পাসওয়ার্ড পরিবর্তন করে অ্যাকাউন্ট বাঁচাতে পারবেন।
• একই পাসওয়ার্ড অন্য অ্যাকাউন্টেও ইউজ করলে ঝুঁকি কমবে।
• পুরনো অ্যাকাউন্ট থেকে ফিশিং, ব্ল্যাকমেইল বা আইডেন্টিটি থেফট প্রতিরোধ করা যাবে।
• মনে শান্তি থাকবে — আপনি সাইবার ঝুঁকি সম্পর্কে আপডেটেড আছেন।
ঙ। HaveIBeenPwned কীভাবে জানে – কার ইমেইল কতবার হ্যাকড?
• এই সাইটে বিভিন্ন বড় ডেটা ব্রিচ (Yahoo, Adobe, LinkedIn, Dropbox ইত্যাদি) থেকে ফাঁস হওয়া ডাটাবেজ সংগ্রহ করে রাখা হয়।
• বিভিন্ন হ্যাকার ফোরাম, ডার্ক ওয়েব বা পাবলিক ডাম্প সাইটে পাওয়া লিকড ডাটাও এখানে যোগ করা হয়।
• সব মিলিয়ে, আপনার ইমেইল কখন কোথায় লিক হয়েছে, সেটা এই সাইটে চেক করলে দেখতে পারবেন।
চ। কিছু গুরুত্বপূর্ণ ডেটা ব্রিচের তালিকা (যাদের হার্টে দূর্বলতা আছে, তারা এই তালিকা না পড়াই ভাল হবে!)
• Yahoo (2013–14) – প্রায় ৩ বিলিয়ন (3,000,000,000) ইউজার অ্যাকাউন্ট লিক ছিল।
• Collection No.-1 (2019) – ডার্ক ওয়েতে ২.৭ বিলিয়নের বেশি ইমেইল/পাসওয়ার্ড পেয়ার ফাঁস হয়েছিল যার মধ্যে 773 মিলিয়ন ইউনিক ইমেইল।
• Verifications io (2019) – মার্কেটিং ডেটা ব্রিচে 763 মিলিয়ন ইউনিক রেকর্ড, এবং সব মিলিয়ে ২ বিলিয়নেরও বেশি তথ্য ফাঁস হয়েছিল।
• Twitter API Leak (2022) – প্রায় 200 মিলিয়ন ইমেইল এড্রেস হ্যাকড হয়েছে।
• National Public Data (NPD, 2023) – ৩ বিলিয়ন রেকর্ড ফাঁস হলেও, এর মধ্যে ডুপ্লিকেটও রয়েছে।
• UnitedHealth Breach (2024) – 192.7 মিলিয়ন মানুষের স্বাস্থ্য নথি ও তথ্য ফাঁস হয়েছে। যদিও ইমেইল সংখ্যা আলাদা নেই, তবুও বড় প্রভাব।
• Marriott (2014–20) – অতিথির ডেটা সহ 300 মিলিয়ন জনের ইনফো লিক হয়েছিল, যার মধ্যে ইমেইল রয়েছে।
• AT&T (2024) – ফাঁস হওয়া ডাটায় প্রায় 86 মিলিয়ন গ্রাহকের তথ্য আছে, যেটিতে ইমেইল অন্তর্ভুক্ত।
• Epik (2021) – ডোমেইন রেজিস্ট্রার কোম্পানি থেকে প্রায় 15 মিলিয়ন ইউনিক ইমেইল ফাঁস হয়েছে।
• 23andMe (2023) – প্রায় 5.5 মিলিয়ন ইউজার একাউন্ট প্রভাবিত হয়েছে, যদিও এটি জেনেটিক ডেটার breach।
• Telegram Credential Leak (2024) – 361 মিলিয়ন ইউনিক ইমেইল ফাঁস হয়েছে, যাদের মধ্যে অনেক নতুন ছিল।
• Facebook User Data (2021) – প্রায় 533 মিলিয়ন ইউজারের ফোন ও ব্যক্তিগত তথ্য ফাঁস — যাদের মধ্যে ইমেইলও ছিল।
ছ। এখনই চেক করুন! হয়তো আপনি ইতিমধ্যেই “Pawned”! হয়তো অবাক হয়ে দেখবেন, আপনার পুরনো ইমেইল একাধিক জায়গায় হ্যাকড হয়ে আছে!
কমেন্টে জানান, কার ইমেইল আইডি এর কী অবস্থা?
জ। যদি কারও আইডি ইতিমধ্যে Pwned / হ্যাক হয়ে থাকে, তাহলে করণীয়
• পাসওয়ার্ড বদল করে নেন।
• শক্তিশালী পাসওয়ার্ড দিন।
• 2FA সেট করে নিন।
• কিছুদিন পর পর (২/৪ মাস) পাসওয়ার্ড বদল করুন, কারণ মাঝে মাঝেই ডাটা ব্রীচ হয়!


এ জাতীয় আরো খবর...