শিরোনামঃ
আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন

আবারও জাতিসংঘের কালোতালিকায় ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক / ১১৪ বার
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫

শিশুদের ওপর গুরুতর সহিংসতার অভিযোগে জাতিসংঘ আবারও ইসরায়েলকে ‘কালোতালিকায়’ অন্তর্ভুক্ত করেছে। বৃহস্পতিবার (১৯ জুন) প্রকাশিত জাতিসংঘের বার্ষিক প্রতিবেদন ‘চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট’-এ এই তথ্য জানানো হয়েছে। দ্বিতীয় বছরের মতো এই তালিকায় স্থান পেল ইসরায়েল। এমন এক সময় ইসরায়েলকে কালো তালিকাভুক্তির ঘোষণা এলো যখন গাজায় প্রায় ২০ মাস ধরে নৃশংস হামলা চালাচ্ছে তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের ওপর সহিংসতা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে, যার জন্য মূলত দায়ী ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘের যাচাইকৃত তথ্যমতে, ২০২৩ সালে বিশ্বজুড়ে ৪১ হাজার ৩৭০টি গুরুতর সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে শুধু ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে ঘটেছে ৮ হাজার ৫৫৪টি। এসব ঘটনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৫৯ শিশু। গাজায় ১ হাজার ২৫৯ শিশু নিহত এবং ৯৪১ শিশু আহত হয়েছে। এছাড়া পশ্চিম তীরে ৯৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যুর তথ্যও প্রতিবেদনে উঠে এসেছে। এর মধ্যে রয়েছে হত্যা ও অঙ্গহানি, যৌন সহিংসতা, স্কুল ও হাসপাতালের ওপর হামলার ঘটনা।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে শিশুদের ওপর এত মাত্রার সহিংসতায় আমি মর্মাহত। তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে স্কুল ও হাসপাতালের নিরাপত্তা রক্ষা করতে হবে এবং বিস্ফোরক অস্ত্র ব্যবহারে সংযত থাকতে হবে।

প্রতিবেদনে লেবাননেও ইসরায়েলের হামলায় পাঁচ শতাধিক শিশু নিহত বা আহত হওয়ার তথ্য প্রকাশ পেয়েছে।

ইসরায়েলের জাতিসংঘ মিশন এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শাখা আল-কাসেম ব্রিগেডস এবং ইসলামিক জিহাদের আল-কুদস ব্রিগেডসকেও দ্বিতীয়বারের মতো কালোতালিকায় রাখা হয়েছে।

গাজা ছাড়াও চলতি বছরে শিশুদের ওপর সহিংসতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে কঙ্গো (প্রায় ৪ হাজার), সোমালিয়া (প্রায় ২ হাজার ৫০০), নাইজেরিয়া (প্রায় ২ হাজার ৫০০), হাইতি (প্রায় ২ হাজার ২০০)। সবচেয়ে বেশি সহিংসতা বৃদ্ধির হার দেখা গেছে লেবানন (৫৪৫%), মোজাম্বিক (৫২৫%), হাইতিতে (৪৯০%), ইথিওপিয়ায় (২৩৫ শতাংশ) ও ইউক্রেনে (১০৫ শতাংশ)।


এ জাতীয় আরো খবর...