শিরোনামঃ
জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

আবারও জোড়া গোলে নতুন উচ্চতায় মেসি, ইন্টার মায়ামির জয়

নিজস্ব প্রতিবেদক / ১৮০ বার
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
মেসি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির নৈপুন্যে চলছেই। টুর্নামেন্টে এলএমটেনের জোড়া গোলে ন্যাশভিল এসসিকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি।

রোববার (১৩ জুলাই) ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ন্যাশভিলকে আতিথ্য দেয় মেসিরা।

এদিন শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় মায়ামি। ম্যাচের ১৭তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে প্রথম গোলটি করেন মেসি। বাঁ পায়ের নিচু শটে বল জালে পাঠিয়ে ফ্রি কিক থেকে নিজের ক্যারিয়ারের ৬৯তম গোলটি করেন তিনি। আর মাত্র ৯টি গোল করলেই স্পর্শ করবেন ফ্রি কিক থেকে সর্বোচ্চ গোল করা মার্সেলিনো কারিওকাকে। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় মেসিরা।

দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে গোলরক্ষক জো উইলিসের একটি ভুল পাস থেকে দ্বিতীয় গোলটি করেন এলএমটেন। গত সপ্তাহেই মেসি এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার রেকর্ড গড়েছিলেন। এবার সেই কীর্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গড়লেন নতুন রেকর্ড।

২০২৩ সালের গ্রীষ্মে মায়ামিতে যোগ দেওয়ার পর ফ্লোরিডার ক্লাবটির হয়ে ৬৬ ম্যাচে তার গোলসংখ্যা ৫৫–তে গিয়ে ঠেকল। সবমিলিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮৭২ গোল করলেন মেসি।

ম্যাচে ন্যাশভিলের হয়ে একমাত্র গোলটি করেন হানি মুখতার। এই জয়ের ফলে টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা পেল ইন্টার মায়ামি।

উল্লেখ্য, ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা ৫ পয়েন্ট পিছিয়ে, তবে তিন ম্যাচ হাতে রয়েছে তাদের।


এ জাতীয় আরো খবর...