শিরোনামঃ
গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

আমেরিকার মালিকানা না দিলে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ৫৮ বার
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

গত মাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, ‘এক দল ধনী ব্যক্তি’ টিকটকের আমেরিকা অংশের মালিকানা কিনতে রাজি হয়েছে, চুক্তি বাস্তবায়নে এখন প্রয়োজন শুধু চীন সরকারের অনুমোদন। এই বার্তাটি-ই এবারে আরও কড়া ভাষায় দিলেন আমেরিকার বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। বৃহস্পতিবার (২৪ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র সাথে আলাপকালে তিনি বলেছেন যে, চীন সরকারের অনুমোদন না পেলে আমেরিকায় বন্ধ হবে চীনের বাইটড্যান্সের মালিকানাধীন প্ল্যাটফর্ম টিকটক।

সিএনবিসি-কে হাওয়ার্ড লুটনিক বলেছেন, ‘চীন চাইলে ছোট একটি অংশ রাখতে পারে…তবে (টিকটকের আমেরিকা বিজনেস) মূলত আমেরিকানদের নিয়ন্ত্রণে থাকবে, আমেরিকানদের কাছেই থাকবে প্রযুক্তির মালিকানা এবং আমেরিকানরাই অ্যালগরিদম নিয়ন্ত্রণ করবে।’

তিনি আরও জানিয়েছেন, ‘চীনের অনুমোদন পেলে চুক্তি সম্পাদন হবে, তবে তাঁরা যদি অনুমোদন না দেয় তাহলে টিকটক বন্ধ হয়ে যাবে।’ স্পষ্টতই বোঝা যাচ্ছে, টিকটক ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ধৈর্য প্রায় শেষের পথে। ১৭ কোটি ব্যবহারকারীর দেশে নিজেদের উপস্থিতি অব্যাহত রাখতে টিকটকের হাতেও সময় আর খুব বেশি নেই।

উল্লেখ্য, আমেরিকায় টিকটকের বিড়ম্বনা শেষ হচ্ছে- এমন সম্ভাবনা এর আগেও তৈরি হয়েছে বেশ ক’বার। কিন্তু প্রতিবারই দুর্ভাগ্যের দোলাচলে দুলেছে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির ভাগ্য। এবারও তেমন কিছুরই ইঙ্গিত মিলছে। যদিও দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত তিন বার টিকটকের নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা পিছিয়েছেন নির্বাহী আদেশে স্বাক্ষর করার মাধ্যমে।

চলতি বছরের জানুয়ারি ও এপ্রিলে বাইটড্যান্সকে ৭৫ দিন করে অতিরিক্ত সময় দেওয়ার পর গত ১৯ জুন অ্যাপটির নিষেধাজ্ঞা কার্যকর আরও ৯০ দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। সে হিসেবে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে বাইটড্যান্সকে টিকটকের আমেরিকা বিজনেসের নিয়ন্ত্রণমূলক মালিকানা আমেরিকান কোনো ক্রেতার কাছে বিক্রি করে দিতে হবে। তবেই কেবল অ্যাপটি সচল থাকবে আমেরিকায়, অন্যথায় নিষেধাজ্ঞার খড়গ নেমে আসবে টিকটকের ওপর।

উল্লেখ্য, আমেরিকায় গত বছর থেকেই নিষেধাজ্ঞার সম্মুখীন টিকটক। শত্রু দেশের নিয়ন্ত্রণাধীন অ্যাপ থেকে দেশের জনগণকে সুরক্ষা দিতেই পূর্বতন বাইডেন সরকার গত বছর একটি আইন প্রণয়ন করে। এই আইনেই জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটককে নিষিদ্ধ করে বাইডেন প্রশাসন। টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ, তাঁরা অ্যাপটি আমেরিকান ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীন সরকারের সাথে শেয়ার করেছে। অবশ্য অভিযোগ নাকচ করে আদালতের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি বাইটড্যান্স ও টিকটকের; তাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রেখে সিদ্ধান্ত দেয় দেশটির সর্বোচ্চ আদালত।

নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের আমেরিকা অংশের নিয়ন্ত্রণ ছাড়তে হবে আমেরিকানদের হাতে। এ ছাড়া আর কোনও পথ খোলা নেই বাইটড্যান্সের সামনে।


এ জাতীয় আরো খবর...