শেষ পর্যন্ত মার্টিন জুবিমেন্দিকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। প্রায় ৬০ মিলিয়ন পাউন্ড খরচ করে রিয়াল সোসিয়েদাদ থেকে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে টেনেছে গানাররা। এর আগে তারা চেলসি থেকে ৫ মিলিয়নে গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে দলে ভিড়িয়েছে।
২৬ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার জুবিমেন্দি রিয়াল সোসিয়েদাদের একাডেমি থেকেই উঠে এসেছেন এবং পরবর্তীতে মূল দলে নিয়মিত হয়ে ওঠেন। ক্লাবটির হয়ে তিনি মোট ২৩৬ ম্যাচে মাঠে নেমে করেছেন ১০টি গোল। এবার পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন আর্সেনালে।
আর্সেনালে যোগ দিয়ে এই মিডফিল্ডার বলেন, ।এটা আমার ক্যারিয়ারের এক বিশাল মুহূর্ত। আমি এমন একটি ক্লাব খুঁজছিলাম, যাদের খেলার ধরণ আমার সাথে মানিয়ে যায়। আর্সেনালে পা রেখেই বুঝে গেছি, এই ক্লাব ও দল কতটা বড়। তাদের সাম্প্রতিক পারফরম্যান্স আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমি বিশ্বাস করি সেরা সময়টা এখনও আসেনি।’
গত মৌসুমে লা লিগায় ১১তম স্থান পাওয়া সোসিয়েদাদ ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয়। সেই ম্যাচেও মাঠে ছিলেন মার্টিন জুবিমেন্দি। তবে আন্তর্জাতিক পর্যায়ে তিনি ছিলেন স্পেনের ইউরো ২০২৪ জয়ী দলের অংশ। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে রদ্রির বদলি হিসেবে মাঠে নামেন।