শেষ পাঁচ লড়াইয়ে প্রত্যেকবার আলকারাজের কাছে হেরেছেন সিনার। রোববার (১৩ জুলাই) উইম্বলডনের পুরুষদের এককের ফাইনালেও দারুণ শুরু করেছিলেন আলকারাজ। প্রথম সেটে সিনারকে হারিয়ে দেন তিনি। তবে পরের তিন সেট জিতে উইম্বলডনে প্রথম শিরোপার স্বাদ পেলেন ইতালিয়ান তারকা সিনার।
ফ্রেঞ্চ ওপেনে প্রথম দুই সেট হার থেকে ঘুরে দাঁড়িয়ে জিতেছিলেন আলকারাজ। সিনার তার প্রতিশোধ নিলেন পিছিয়ে গিয়েও টানা তিন সেট জিতে। উইম্বলডন এককে শিরোপাজয়ী প্রথম ইতালিয়ানও এখন এই ২৩ বছর বয়সী তারকা।
অল ইংল্যান্ড ক্লাবে টানা ২০ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে সেন্টার কোর্টে নেমেছিলেন আলকারাজ। তবে উইম্বলডনে তাঁর সর্বশেষ হার ছিল সিনারের বিপক্ষেই, ২০২২ সালে চতুর্থ রাউন্ডে। এবারও ফলটা একই রেখে শিরোপা জয়ের আনন্দে মাথায় সাদা ক্যাপে দুই হাত রেখে একটু অবিশ্বাসের ভঙ্গি করেন সিনার। আলকারাজের সঙ্গে হাত মেলানোর সৌজন্যতা সেরে কুর্নিশ করেন দর্শকদের।
উইম্বলডন জয়ের পর আবেগি সিনার বললেন, ‘‘এটা বিশেষ শিরোপা, কারণ আমার বাবা-মা গ্যালারিতে আছে। আমার ভাই, আমার পুরো টিম আছে। আমার ভাইকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই সপ্তাহে কোনো ফর্মুলা ওয়ানের রেস না থাকায় এখানে আসতে পেরেছে ও।’’
সিনার ঘাসের কোর্ট নন, বরং স্বচ্ছন্দ হার্ডকোর্টে খেলতে। তার আগের তিনটি গ্র্যান্ড স্ল্যামের তিনটিই হার্ডকোর্টে। ফরাসি ওপেনের ফাইনালে উঠে হেরেছেন। তবে উইম্বলডনে সেই ভুল করলেন না। সিনার আগ্রাসী ও কৌশলী টেনিস বুঝিয়ে দিলেন, আলকারাজ হয়তো আর উইম্বলডনে একচ্ছত্র দাপট দেখাতে পারবেন না। উইম্বলডনে আলকারাজ়ের টানা ২৪টি ম্যাচ জেতার দৌড়ও এ দিন থামিয়ে দিলেন তিনি। তার গ্রাউন্ডস্ট্রোকের কোনও জবাব দিতে পারেননি আলকারাজ।