শিরোনামঃ
ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: জি এম কাদের জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল, এজিএস ফেরদৌস ও মেঘলা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

ইউটিউব থেকে আয় করা যাবে কি না, যা বললেন জাকির নায়েক

নিজস্ব প্রতিবেদক / ১২৬ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

ইউটিউব থেকে অর্থ উপার্জন নিয়ে কনটেন্ট ক্রিয়েটরদের সতর্ক করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ডাক্তার জাকির নায়েক। ইসলামের মৌলিক নীতি অনুযায়ী এটি হারাম বা নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন তিনি।

করাচি গভর্নর হাউজ সিন্ধুতে সর্বশেষ উন্মুক্ত পোগ্রামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের প্রশ্নের জবাবে ডাক্তার জাকির নায়েক এ বিষয়ে কথা বলেন। খবর ডেইলি পাকিস্তানের।

ইউটিউবে প্রদর্শিত বিজ্ঞাপনের বিষয়বস্তুতে কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ন্ত্রণ থাকে না উল্লেখ করে তিনি বলেন, সেখানে প্রদর্শিত বিজ্ঞাপনে নারী এবং মিউজিক থাকে। যেগুলো হারাম বিষয়।

উদাহরণ দিয়ে জাকির নায়েক বলেন, এমনকি যদি আপনি অ্যালকোহলের বিজ্ঞাপনগুলো ব্লক করেন, কিন্তু আপনি খোলামেলা পোশাকে নারীদের বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন না।

সোশ্যাল মিডিয়ায় নিজের জনপ্রিয়তা কথা উল্লেখ করে তিনি বলেন, আমাকে বলা হয় আপনি যদি মনিটাইজেশন চালু করেন তাহলে ৫০ হাজার ডলার উপার্জন করতে পারবেন, আমি বলি ভাই আমার এটা দরকার নাই, আমার দরকার জান্নাত।  সোশ্যাল মিডিয়ায় আমার লাখ লাখ ফলোয়ার রয়েছে।  এখান থেকে যথেষ্ট উপার্জনের সম্ভাবনা থাকা সত্ত্বেও আমি এটা করি না।

এসময় প্রশ্নকারী ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ইসলামী ব্লগ করারও পরামর্শ দেন জাকির নায়েক। তিনি বলেন, এর কারণে হয়তো সোশ্যাল মিডিয়ার ফলোয়ার কমে যাবে কিন্তু তা আপনার জীবিকার উপর নেতিবাচক প্রভাব ফেলবে না, বরং আশীর্বাদই বয়ে আনবে।

প্রসঙ্গত, দীর্ঘ এক মাসের সফরে পাকিস্তানে অবস্থান করছেন জনপ্রিয় ইসলামি বক্তা ডাক্তার জাকির নায়েক। এই সময়টায় তিনি দেশটির বিভিন্ন প্রদেশে নানা অনুষ্ঠানে অংশ নিচ্চেন। যার মধ্যে থাকছে ধর্মীয় অনুষ্ঠানও।


এ জাতীয় আরো খবর...