শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

ইয়ামালের সঙ্গে প্রেমের গুঞ্জনে আর্জেন্টাইন র‍্যাপার

নিজস্ব প্রতিবেদক / ৬৩ বার
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিজের ১৮তম জন্মদিন রঙিনভাবে উদযাপনের কয়েকদিনের মধ্যেই আবারও আলোচনায় উঠে এসেছেন বার্সেলোনার উদীয়মান ফুটবল তারকা লামিন ইয়ামাল। তবে এবার খবরের শিরোনামে ফুটবল নয় বরং ব্যক্তিগত জীবন- বিশেষ করে প্রেমের গুঞ্জন।

গুঞ্জন উঠেছে, আর্জেন্টিনার জনপ্রিয় র‍্যাপার ও পপ গায়িকা নিকি নিকোলের সঙ্গে সম্পর্কের সূচনা হয়েছে ইয়ামালের। স্প্যানিশ গসিপ রিপোর্টার হাভি দে হোইওসের দাবি অনুযায়ী, ইয়ামালের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন নিকিও। যদিও সেখানে নাকি শুধুই একটু ফ্লার্টিং হয়েছিল। তবে কিছুদিন পর, জুলাইয়ের ২৪ তারিখ, এই জুটিকে একসঙ্গে দেখা যায় একটি বিচ ক্লাবে। হাভির ভাষ্যমতে, তারা সেখানে একে অপরকে চুম্বন করেন ও গভীর রাতে একসঙ্গে ক্লাব ত্যাগ করেন।

নিকি নিকোল, যার আসল নাম নিকোল ডেনিস কুকো, এর আগেও ছিলেন আলোচনায়- তার ব্যক্তিগত সম্পর্ক নিয়েই। চলতি বছরের শুরুতে তার সঙ্গে চেলসি ও আর্জেন্টিনা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের সম্পর্কের গুঞ্জন ওঠে। এনজোর দীর্ঘদিনের সঙ্গী ভ্যালেন্তিনা সেরভান্তেসের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তারা রাতের ক্লাবে একসঙ্গে সময় কাটানো ও সোশ্যাল মিডিয়ায় ফ্লার্টি মন্তব্যের মাধ্যমে আলোচনায় আসেন। যদিও সে সম্পর্ক বেশিদূর এগোয়নি বলে ধারণা করা হয়।

আর্জেন্টিনার রোসারিও শহর থেকে উঠে আসা নিকি কিশোর বয়সেই র‍্যাপ ব্যাটলে নাম লেখান এবং সাহসী গান ও স্পষ্ট বক্তব্য দিয়ে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। মাত্র ১৮ বছর বয়সে গলায় ট্যাটু করান, যা ছিল সমাজের নারীদের ওপর চাপিয়ে দেওয়া স্টেরিওটাইপের বিরুদ্ধে তার প্রতিবাদ। তার গাওয়া হিট গান যেমন Wapo Traketero এবং Ella No Es Tuya তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এমনকি, ২০২১ সালে বারাক ওবামার গ্রীষ্মকালীন প্লেলিস্টেও জায়গা করে নেয় তার গান। এছাড়াও তিনি দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালন-এ পারফর্ম করেছেন এবং কোচেল্লার মঞ্চেও আলো ছড়িয়েছেন।

নিকির প্রেমের গুঞ্জন শুধু ইয়ামাল বা এনজোতেই সীমাবদ্ধ নয়। এর আগে মেক্সিকান র‍্যাপার পেসো প্লুমার সঙ্গেও তার সংক্ষিপ্ত সম্পর্ক ছিল বলে জানা যায়। এমনকি ফর্মুলা-১ রেসার ফ্রাঙ্কো কোলাপিন্তোর সঙ্গেও সোশ্যাল মিডিয়ায় ফ্লার্টি কমেন্টে গুঞ্জন ওঠে। এদিকে মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা লামিন ইয়ামালও ব্যক্তিগত জীবনের দিকে ধীরে ধীরে পা বাড়াচ্ছেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার অফ-ফিল্ড রোমাঞ্চও যেন এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রে। তবে এখনো সবটাই গুঞ্জন। নিশ্চিত কিছুই নয়। তবে যদি সত্যি হয়, তাহলে নিঃসন্দেহে এটি হতে যাচ্ছে এক চমকপ্রদ তারকা জুটি।


এ জাতীয় আরো খবর...