শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

ইরানে হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘকে জামায়াত আমিরের আহ্বান

নিজস্ব প্রতিবেদক / ২৭ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান সোমবার (২৩ জুন) এক বিবৃতিতে এ হামলাকে ‘আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন’ বলে আখ্যা দেন। পাশাপাশি এই আগ্রাসী হামলার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে  জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, গত ২১ জুন রাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে ইরানের ওপর অতর্কিত হামলা চালিয়েছে, যা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর সরাসরি আগ্রাসন। এটি আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী এবং সম্পূর্ণ অযৌক্তিক ও অবৈধ। এমন হামলার ফলে গোটা মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ইরান এখনও পরমাণু অস্ত্র তৈরি করছে না—এ কথা মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড নিজেই বলেছেন। তারপরও ইরানের ওপর মিথ্যা অভিযোগ এনে হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, এ ধরনের আগ্রাসী পদক্ষেপ গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত-সংঘর্ষ আরও বাড়িয়ে দেবে। এই হামলা বিশ্ববাসীকে হতবাক করেছে এবং মানবতার বিরুদ্ধে এক স্পষ্ট বার্তা বহন করে।

তিনি ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে এই ধরনের আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জাতিসংঘ ও বিশ্বসম্প্রদায়ের কাছে তিনি দাবি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এহেন ‘বেপরোয়া, অন্যায় ও অযৌক্তিক’ হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।


এ জাতীয় আরো খবর...