ইলন মাস্ক মানেই নতুন কোনো অবিশ্বাস্য আইডিয়া! এবার ইলন ফুল ফ্লেজড একটা সফটওয়্যার কোম্পানি তৈরি করছেন, যা পুরোটাই চলবে এআই দিয়ে, মানে কোন মানুষ চালাবে না এটা! আর এর নাম দিয়েছেন মাইক্রোসফটের সাথে মজা করে—”ম্যাক্রোহা্র্ড” (Macrohard)!
মাইক্রোসফটের মতো একটি কোম্পানি কী তৈরি করে? সফটওয়্যার। এর জন্য কোনো ইট-পাথরের কারখানার দরকার হয় না। ইলন মাস্কের আইডিয়া হলো, যেহেতু কোনো ফিজিক্যাল প্রোডাক্ট নেই, তাহলে কোডিং থেকে শুরু করে প্রজেক্ট ম্যানেজমেন্ট, মার্কেটিং, এমনকি সিইও-র সিদ্ধান্ত—সবকিছুই তো AI দিয়ে করানো সম্ভব! “ম্যাক্রোহা্র্ড” হবে বিশ্বের প্রথম সম্পূর্ণ AI-চালিত সফটওয়্যার কোম্পানি, যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই চলবে। এই AI-চালিত কোম্পানির ব্যাপারে আপনার কী মত? ইলন মাস্ক কি পারবেন মাইক্রোসফটের মতো একটি ডিজিটাল সাম্রাজ্য তৈরি করতে?