রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

ইসরায়েলজুড়ে বিক্ষোভ, আটক ৩২

নিজস্ব প্রতিবেদক / ৩৬ বার
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

গাজায় শান্তিচুক্তি ও বন্দিমুক্তির দাবিতে ইসরায়েলজুড়ে আন্দোলন তীব্র হয়েছে। রবিবার (১৭ আগস্ট) আন্দোলনকারীরা দেশব্যাপী ধর্মঘট পালন করেছেন। এ সময় যানবাহন চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়; ৩২ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে।

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দি ব্যক্তি ও নিহতদের পরিবারের দুইটি সংগঠন ‘দ্য ডে অব স্টপেজ’ শীর্ষক এই কর্মসূচি আয়োজন করে। কয়েক সপ্তাহ আগে হামাস ইসরায়েলি বন্দিদের ভিডিও প্রকাশ করেছিল। এদিকে ইসরায়েল গাজা পূর্ণ দখলে সামরিক অভিযান শুরুর পরিকল্পনা জানিয়েছে। এমন পরিস্থিতিতেই এই কর্মসূচি আয়োজিত হয়েছে।

আন্দোলনকারীরা আশঙ্কা করছেন, আবার সংঘাত শুরু হলে হামাসের হাতে থাকা ৫০ জন বন্দির জীবন ঝুঁকিতে পড়তে পারে। তবে অনেকের ধারণা, বন্দিদের মধ্যে মাত্র ২০ জন বেঁচে আছেন। এ সময় আন্দোলনকারীরা ‘আমরা বন্দিদের মৃতদেহের ওপর যুদ্ধ জিতব না’ সহ নানা স্লোগান দেন।

রবিবার পুরো ইসরায়েলজুড়ে বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীরা রাজনৈতিক নেতাবৃন্দের বাড়ির সামনে, সামরিক সদর দপ্তর ও প্রধান মহাসড়কগুলোতে সমবেত হন। তারা রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে দেন, এতে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বেশ কিছু হোটেল, রেস্টোরেন্ট ও সিনেমা হল বন্ধ রাখা হয়।

ইসরায়েলের পুলিশ জানিয়েছে, দেশব্যাপী এই কর্মসূচি থেকে ৩২ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। হামাসের বন্দি অবস্থা থেকে মুক্তি পাওয়া আরবেল ইয়েহুদ নামের একজন আন্দোলনকারী বলেন, সামরিক চাপ বন্দিদের মুক্তি দেয় না। বরং এটি তাদের আরও মৃত্যুর দিকে নিয়ে যায়। তাদের ফিরিয়ে আনার একমাত্র উপায় শান্তিচুক্তিতে বসা।

তবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবসান নিকট ভবিষ্যতে হচ্ছে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বন্দিদের দ্রুত মুক্তির দাবি করলেও তিনি বিরোধী দলগুলোর চাপের মধ্যে রয়েছেন। নিজের জোটের মধ্যে বিদ্রোহের সম্ভাবনা নিয়ে তিনি বিব্রত। নেতানিয়াহুর মন্ত্রিপরিষদের অতি ডানপন্থী সদস্যরা ইতোমধ্যেই জানিয়েছেন, তারা হামাসের সঙ্গে কোনো ধরনের চুক্তি সমর্থন করবেন না।


এ জাতীয় আরো খবর...