রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

ইসরায়েলি হামলার পর মুখ খুললেন সিরীয় নেতা

নিজস্ব প্রতিবেদক / ১১০ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বৃহস্পতিবার বলেছেন, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হুমকির মুখে থাকা দ্রুজ জনগোষ্ঠীর সুরক্ষা প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে তিনি যুদ্ধের ভয় না পেয়ে জনগণের স্বার্থে শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দামেস্কে ইসরায়েলি বিমান হামলার পর প্রথম টেলিভিশনে দেওয়া ভাষণে শারা বলেছেন, আমরা যুদ্ধকে ভয় পাই না। বরং বারবার নিজেদের আত্মমর্যাদা রক্ষায় লড়েছি। তবে দেশের স্বার্থে আমরা বিশৃঙ্খলা ও ধ্বংস এড়িয়ে চলতে চাই।

দ্রুজ সম্প্রদায়ের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদের কেউ যেন বাইরের শক্তির ফাঁদে পা না দেন। আমরা আপনাদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ ধ্বংস হয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এলাকায় হামলা হয়। সিরিয়ার সামরিক সদর দফতরের প্রবেশপথেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েল বলছে, সিরিয়ার সরকারদলীয় বাহিনী দক্ষিণে দ্রুজ জনগণের ওপর হামলায় জড়িত এবং তারা তা মেনে নেবে না। এদিকে ইসরায়েলের অভ্যন্তরেও দ্রুজ জনগোষ্ঠীর পক্ষ থেকে সিরিয়ার দ্রুজদের সহায়তার আহ্বান জানানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ এয়াল জামির বলেছেন, আমরা দক্ষিণ সিরিয়াকে সন্ত্রাসের ঘাঁটি হতে দেব না।

বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে বিষয়টি নিয়ে। ইসরায়েলের জাতিসংঘ দূত দানি দানোন বলেন, সিরিয়ায় নিরীহ মানুষের ওপর বর্বর হামলা অবিলম্বে নিন্দা করা উচিত।

সিরিয়ায় ইসরায়েলি হামলা এমন সময়ে ঘটলো যখন শারার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এবং ইসরায়েলের সঙ্গেও নিরাপত্তা বিষয়ে কিছু যোগাযোগ শুরু করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন,সিরিয়ার সব পক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আজ রাতের মধ্যেই লড়াই বন্ধে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন হবে।


এ জাতীয় আরো খবর...