ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস সতর্ক করে বলেছেন, গাজার মানবিক পরিস্থিতির যদি উন্নতি না হয়, তবে এর অর্থ হবে যে সংশ্লিষ্ট পক্ষগুলো যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেনি। মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পররাষ্ট্রবিষয়ক পরিষদের বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।
কাজা কালাস বলেন, ‘গাজার পরিস্থিতি এখনও খুবই, খুবই ভয়াবহ। যতক্ষণ পর্যন্ত এর দৃশ্যমান উন্নতি না হচ্ছে, ততক্ষণ আমরা সবাই যথেষ্ট কাজ করতে পারিনি বলেই ধরে নিতে হবে।’
গাজার মাঠপর্যায়ের অবস্থাকে ‘বিপর্যয়কর’ হিসেবে আখ্যা দিয়ে ইইউ প্রধান বলেন, যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, ‘মাঠের পরিস্থিতির উন্নতি করতে আমরা ইসরায়েলের সঙ্গে একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছি। কিন্তু বিষয়টি শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, এর বাস্তব প্রয়োগ জরুরি। তবে আমরা কিছু ইতিবাচক লক্ষণ দেখতে পাচ্ছি।’
বৈঠকের আলোচ্যসূচিতে থাকা অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন কাজা কালাস। তিনি রাশিয়ার বিরুদ্ধে ইইউর ১৮তম নিষেধাজ্ঞার প্যাকেজ নিয়ে মঙ্গল বা বুধবারের মধ্যেই একটি রাজনৈতিক চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশা প্রকাশ করেন। এ বিষয়ে তিনি বলেন, চূড়ান্ত চুক্তি ‘খুব কাছাকাছি’ চলে এসেছে।
ইরান প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘আমরা ইরান নিয়েও আলোচনা করতে যাচ্ছি। নিঃসন্দেহে, কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করা আমাদের সবার স্বার্থের জন্যই জরুরি।’