শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

উন্নয়ন খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক / ১৮ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে চীনের সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের (সিসিইসিসি) চেয়ারম্যান লিউ উইমিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ এক তথ্য বিবরণীতে জানানো হয়, গতকাল চীনের সিসিইসিসি সদরদপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে জিওবি’র অর্থায়নে ও সিসিইসিসির সহযোগিতায় বাস্তবায়নাধীন পায়রা বন্দরের প্রথম টার্মিনাল ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্পের অগ্রগতি এবং সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্র। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পের পাশাপাশি কৃষি, পরিবহন ও বন্দর অবকাঠামো উন্নয়ন খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, চায়না জি-টু-জি এবং জিওবি অর্থায়নে মোংলা বন্দরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প ‘এক্সপানশন অ্যান্ড মডার্নাইজেশন অব মোংলা পোর্ট’-ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে এ প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত জরুরি। প্রকল্প বাস্তবায়নে চায়না জি-টু-জি অংশের ফান্ডের জন্য দ্রুত লোন এগ্রিমেন্ট স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে সিসিইসিসির পক্ষ থেকে জানানো হয়, প্রকল্প দ্রুত শুরু করার পাশাপাশি লোন এগ্রিমেন্টের জন্য চায়না এক্সিম ব্যাংকের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং শিগগিরই এগ্রিমেন্ট স্বাক্ষর হবে।

বৈঠকে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ নৌপরিবহন মন্ত্রণালয়, আর্থিক সম্পর্ক বিভাগ ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...