মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন

উপদেষ্টা ফারুকীর অ্যাপেনডিক্স অপারেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক / ৩২ বার
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন করা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। রোববার (১৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি জানিয়েছেন, আজ বিকেলে মেডিকেল বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অপারেশন শেষে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ।

তিনি আরও জানান, বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

প্রসঙ্গত, শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে চার দিনের সফরে কক্সবাজারে আসেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পরদিন শনিবার (১৭ আগস্ট) রাতে অসুস্থতা অনুভব করলে সফর মুলতবি করে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে।


এ জাতীয় আরো খবর...