শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২০ হাজার

নিজস্ব প্রতিবেদক / ৩১ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

এইচএসসি ও সমমান পরীক্ষার ১ম দিনে সারাদেশে অনুপস্থিত ছিল ১৯ হাজার ৭৫৯ পরীক্ষার্থী। এ সময় অসদুপায় অবলম্বনের দায়ে ৪৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ৬ জন এইচএসসি, ২৪ জন আলিম এবং ১৩ জন কারিগরি শিক্ষা বোর্ডের ।

আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির একথা জানান।

আজ শুরু হওয়া এইচএসসির নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৩২ হাজার ৭৯০ জন। ১ হাজার ৬০০ টি কেন্দ্রের মধ্যে পাওয়া ১ হাজার ৫৯৯টি কেন্দ্রের তথ্য অনুযায়ী এদিনের পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ১৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৫১৩ জন। পরীক্ষায় অনুপস্থিতির হার ১ দশমিক ৫৬ শতাংশ।

অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৬ জনের ১ জন রাজশাহী, ১ জন বরিশাল, ৩ জন কুমিল্লা এবং ১ জন ময়মনসিংহ বোর্ডের ।

এইচএসসির ১ম দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩২৬ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ৮৬৭, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৪২৮ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ২৩০ , বরিশাল বোর্ডে ১ হাজার ২৯, সিলেট বোর্ডে ৮২৪, দিনাজপুর বোর্ডে ১ হাজার ২৯১ , ময়মনসিংহ বোর্ডে ৮৮০ ও যশোর বোর্ডে ১ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী।

মাদরাসা বোর্ডে আলিমের প্রথম দিন কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৪৫৯টি কেন্দ্রে ৮৪ হাজার ৩১৭ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ১২১ জন এবং অনুপস্থিত ছিল ৪ হাজার ১৯৬ জন। অনুপস্থিতির হার ৪ দশমিক ৯৮ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় ২৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের ৭৩৩টি কেন্দ্রে ৯৮ হাজার ৯২৪ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯৭ হাজার ৮৭৪ জন এবং অনুপস্থিত ছিল ১ হাজার ৫০ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ০৬ শতাংশ।


এ জাতীয় আরো খবর...