জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাধারণ সভায় দলীয় গণতন্ত্র অনুমোদন করা হয়েছে। শুক্রবার রাজধানীর বাংলামটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে আগামী রোববার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এনসিপির সূত্রে জানা যায়, পার্টির প্রেসিডেন্ট ও জিএস কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে ৩ বছর। মেয়াদের সবশেষে ৯০ দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল আয়োজন করতে হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রেসিডেন্ট ও দুইবার জিএস পদে থাকতে পারবে।