শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

এনসিপি ‘শাপলা কলি’ নিতে রাজি

নিজস্ব প্রতিবেদক / ১৪ বার
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

‘শাপলা’ প্রতীকের জন্য অনড় অবস্থান থেকে সরে এসেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দলটি নির্বাচন কমিশন নির্ধারিত ‘শাপলা কলি’ প্রতীক নিতে রাজি হয়েছে। রোববার নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘শাপলা কলি’ প্রতীক চেয়েছে এনসিপি। এদিন নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ দলীয় অবস্থান জানিয়েছেন দলটির নেতারা। একই সঙ্গে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বহাল রাখারও দাবি জানিয়েছেন তারা।

বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা ‘শাপলা কলি’ নিচ্ছি। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী এবং দেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। আমরা তিনশ আসনে প্রার্থী দেব। আমরা শাপলা কলি নেব। তবে শাপলা কেন দেওয়া হবে না, সে ব্যাখ্যা আমরা এখনো পাইনি।

প্রতীকের বিষয়ে তিনি বলেন, ইসি নতুন কিছু প্রতীক অন্তর্ভুক্ত করেছে। এখানে তারা শাপলা কলি নামে একটা প্রতীক রেখেছে। আমরা পছন্দের তালিকায় প্রথমে রেখেছি শাপলা, দ্বিতীয় তালিকায় রেখেছি সাদা শাপলা, তৃতীয় হলো শাপলা কলি। তিনি আরও বলেন, জাতীয় যে স্বার্থ রয়েছে, পুরো দেশের রাজনীতির যে পরিস্থিতি সেখানে দেশবাসীর মধ্যে আমরা শাপলা নিয়ে কিছু পজিটিভ সাড়া পেয়েছি। এটা শাপলা ছিল, এখন আরও এক ধাপ এগিয়ে হলো শাপলা কলি। অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শাপলা কলিসহ ২০টি প্রতীক যুক্ত করে বিধিমালা সংশোধন করে ইসি। এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা এটা পজিটিভলি নিয়েছি এবং তাদের আহ্বান জানিয়েছি যে দ্রুতগতিতে যাতে এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে। যেন আমরা মাঠে প্রতীক নিয়ে যেতে পারি। আগামীতে ইনশাআল্লাহ ধানের শীষ এবং শাপলা কলি হাড্ডাহাড্ডি লড়াই হবে।

সম্প্রতি আরপিও সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিএনপি আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদ সংশোধনের দাবি জানিয়েছে। ওই দাবি অনুযায়ী আরপিওতে আবারও সংশোধনী না আনতে ইসিতে চিঠি দিয়েছে এনসিপি। এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলছি, কোনো দলের নির্বাচন প্রতীক নমিনেশন বাণিজ্যের হতে পারে না। তিনি বলেন, আপনারা শুনেছেন সালাউদ্দিন আহমদ (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে চিঠি দিয়েছেন। সেখানে উনাদের গোপন প্রেমের কথা উনারা বলেছেন। এটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা। আমরা প্রধান উপদেষ্টাকে জানাব যে আপনার উপদেষ্টামণ্ডলীর যারা রয়েছেন তারা যদি বিভিন্ন দলের সঙ্গে এ ধরনের গোপন প্রেম করে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হবে।

আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি জোট করবে কিনা জানতে চাইলে পাটওয়ারী বলেন, একটি দল বাংলাদেশে ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম করেছে। মসজিদগুলো দখল চলছে এবং জামায়াতে ইসলামীর ধর্মীয় ফ্যাসিবাদের সঙ্গী আমরা হতে পারব না। আবার বিএনপির চাঁদাবাজি-সন্ত্রাস, এটারও সঙ্গী হতে পারব না। আমরা চাই আগামীর পার্লামেন্টে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো না থাকুক। ধর্মীয় ফ্যাসিবাদও না থাকুক।

আরপিও সংশোধন বহাল রাখার দাবি জানিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, আমরা মনে করি, প্রতিটি নিবন্ধিত দলকে তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে তা একটি ঐতিহাসিক ও নীতিগতভাবে সঠিক পদক্ষেপ। উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিওর সংশোধনীর মাধ্যমে উক্ত বিধান অনুমোদিত হয়েছে। এখন গেজেট প্রকাশ হওয়ার ঠিক আগ মুহূর্তে সরকার বা নির্বাচন কমিশন যদি বিএনপির রাজনৈতিক চাপে পাশ হওয়া সিদ্ধান্ত থেকে সরে আসার উদ্যোগ নেয়, সেক্ষেত্রে শুধু কমিশনের স্বাধীনতার ওপরই আঘাত নয়, বরং পুরো নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং সরকারের কার্যক্রমের ওপরও আঘাত।


এ জাতীয় আরো খবর...