শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

এশিয়া কাপ আর্চারিতে আলিফের স্বর্ণ জয়

নিজস্ব প্রতিবেদক / ৩৭ বার
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫

বাংলাদেশের আর্চার আবদুর রহমান আলিফের সুবাদে সিঙ্গাপুরে উড়লো লাল-সবুজ পতাকা। এশিয়া কাপে রুদ্ধশ্বাস লড়াইয়ে স্বর্ণ জিতেছেন তিনি। আর্চারির রিকার্ভ পুরুষ এককে ফাইনালে আলিফ ৬-৪ সেট পয়েন্টে হারান জাপানের মিয়াতা গাকুতোকে। প্রথম দুই সেটে এগিয়ে ছিলেন আলিফ। তবে দুর্দান্ত লড়াই হয়েছে জাপানের আর্চারের সঙ্গে। প্রথম সেটে আলিফের স্কোর ছিল ২৮, গাকুতোর স্কোর ছিল ২৭। পরের সেটে আলিফ ২৯ ও গাকুতো ২৮ পয়েন্ট স্কোর করেন। এরপর ঘুরে দাঁড়ান জাপানের আর্চার। পরের দুই সেট জিতে খেলায় সমতা আনেন তিনি।

তৃতীয় সেটে গাকুতো করেন ২৮। আলিফ করেন ২৭। চতুর্থ সেটেও এগিয়ে যান গাকুতো। তিনি মারেন ২৭। আলিফ ২৬ স্কোর করে পিছিয়ে পড়েন। স্বর্ণের সুরাহা করতে পঞ্চম সেটে গড়ায় খেলা। সেখানে রুদ্ধশ্বাস শেষ শটে আলিফ মারেন ২৯। আর গাকুতো ২৬ করেন।

বিকেএসপি থেকে উঠে আসা আর্চার আলিফ গত বছরের সেপ্টেম্বরে এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককে ফাইনালে চীনা তাইপের আর্চারের কাছে হেরেছিলেন। তিনি বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁর মতো টুর্নামেন্টে অংশ নিলেও এবারই প্রথম একক ইভেন্টে পদক পেলেন।

বাংলাদেশে আর্চারিতে পুরুষ বিভাগের রিকার্ভ এককে একক রাজত্ব ছিল রোমান সানার। আর্চারি ছেড়ে উন্নত জীবনের আশায় পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। আর্চারির হাল এখন বিকেএসপির দুই যুবক আলিফ ও সাগর ইসলামের কাঁধে।


এ জাতীয় আরো খবর...