শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

কক্সবাজারে অপহরণ ও মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৬৬

নিজস্ব প্রতিবেদক / ৪৪ বার
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপহরণকারী ও মানবপাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টানা কয়েক ঘণ্টা এ অভিযান চলে।

নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের চূড়ায় সংঘবদ্ধ অপহরণকারী ও মানবপাচারকারীদের আস্তানায় এ অভিযান চালানো হয়।

এসময় চিরুনি তল্লাশি চালিয়ে একাধিক আস্তানা চিহ্নিত করা হয় এবং বিভিন্ন সময়ে অপহরণের শিকার রোহিঙ্গা ও বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুসহ মোট ৬৬ জনকে উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, অভিযানে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৩ জন নারী, ২২ জন পুরুষ এবং ২১ জন শিশু রয়েছে। অপহরণকারী চক্র দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় ও রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে মানবপাচারের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

উদ্ধারকৃতদের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানায় কোস্টগার্ড।

নৌবাহিনী জানিয়েছে, সরকারের নির্দেশনায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


এ জাতীয় আরো খবর...