সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

কক্সবাজার থেকে বান্দরবানে সস্ত্রীক সারজিস

নিজস্ব প্রতিবেদক / ২৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
সারিজস আলম। ফাইল ছবি

কক্সবাজার থেকে বান্দরবানে ঘুরতে গিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারিজস আলম। বান্দরবান সফরে এনসিপির এ নেতার সঙ্গে তার স্ত্রীও রয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে প্রথমে বান্দরবানের লামায় যান সারজিস আলম। সেখান থেকে তিনি জেলার আলীকদম ও থানচিতে যান।

এনসিপির বান্দরবান জেলা কমিটির এক যুগ্ম সম্পাদক সংবাদমাধ্যমকে বলেন, ‘উনি (সারজিস আলম) বান্দরবান জেলা সফর করবেন এরকম কোনো তথ্য আমাদের জানানো হয়নি। পরে জানতে পারি, উনি লামা ও আলীকদম দুই উপজেলা ভ্রমণ করেছেন। এই দুই উপজেলা ভ্রমণ শেষ করে থানচিতেও গিয়েছেন। দুপুরে যখন থানচি থেকে বান্দরবানের উদ্দেশে রওনা দেবেন তখনই উনার বান্দরবানের আসার খবর পাই। এর আগে আমরা কেউ জানতাম না।’

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘লামায় তারা (সারজিস ও তার স্ত্রী) এসেছেন শুনেছি। লামা প্রবেশমুখে ইয়াংছা চেকপোস্টে তারা সকাল ৯টা ৮ মিনিটে ক্রস করেছেন। শুনলাম, আলীকদমের দিকে চলে গেছেন।’

থানচি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, ‘সারজিস আলম থানচি আসছেন বলে শুনেছি। তবে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এর বাইরে তারা কখন আসছেন, কখন গেছেন আমরা জানি না।’

প্রসঙ্গত, সম্প্রতি কক্সবাজারে ঘুরতে যান এনসিপির পাঁচ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম (সস্ত্রীক), হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ। তখন গুঞ্জন ওঠে তারা ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে গিয়েছেন। এনসিপি নেতারা তা অস্বীকার করেছেন। তবে তাদের কক্সবাজার সফর নিয়ে কারণ দর্শানোর (শোকজ) করেছে এনসিপি। ইতোমধ্যে তার জবাব দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।


এ জাতীয় আরো খবর...