শিরোনামঃ
ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: জি এম কাদের জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল, এজিএস ফেরদৌস ও মেঘলা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

কক্সবাজার সৈকতে সংবাদকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউগাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক সংবাদকর্মীর মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সৈকতের গলফ মাঠসংলগ্ন ঝাউবাগানে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর নিহত যুবকের পরিচয় শনাক্ত হয়। তিনি উখিয়ার বালুখালীর মৃত জুনু মিয়ার ছেলে নুরুল আমিন (২৫)। নিহত নুরুল আমিন একটি জাতীয় দৈনিকের উখিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন এবং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ফ্রেন্ডশিপে চাকরি করতেন।

জানা যায়, বুধবার রাতে মারসা পরিবহনের গাড়ীতে কক্সবাজার আসেন আমিন। পরদিন সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, তিনি অমায়িক ও প্রতিবাদী স্বভাবের ছিলেন এবং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়াতেন। তার সঙ্গে এলাকায় বড় ধরনের কোনো শত্রুতা ছিলনা।

সংবাদকর্মী শ.ম গফুর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, আমিন খুবই অমায়িক ছেলে ছিলেন। গতকাল রাত ৯টার দিকে চট্টগ্রামের নতুন ব্রিজ কাউন্টারে তার সঙ্গে শেষ দেখা হয়। সে মারসা পরিবহনের টিকিট কেটেছিল এবং সঙ্গে তিন অচেনা যুবক ছিল। সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে হতবাক হয়েছি। আমার কাছে ঘটনাটি রহস্যজনক, পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...