শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

কত অসুখে ভুগছেন সালমান

নিজস্ব প্রতিবেদক / ২৯ বার
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

ভারতীয় হিন্দি সিনেমার তারকাভিনেতা সালমান খানের প্রেম-বিয়ে নিয়ে খবরের অভাব হয়নি গত কয়েক দশকে, কমতি নেই নায়কের বিয়ে নিয়েও।

সে সব কৌতুহল মেটাতে অভিনেতা এবার পরিস্কার জানিয়ে দিলেন নতুন করে আর জীবন শুরু করা সম্ভব নয় তার পক্ষে। এর কারণ কিছু রোগব্যধি তার জীবনের সঙ্গী হয়ে গেছে।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের’ নতুন মৌসুমে অতিথি হয়ে এসেছিলেন সালমান খান।

এই অনুষ্ঠানে নিজের শারীরিক জটিলতা নিয়ে খোলামেলা কথা বলেছেন ভাইজান খ্যাত এই অভিনেতা।

কপিল শর্মার সঙ্গহে কথায় কথায় যখন বিয়ের প্রসঙ্গ উঠে আসে, তখন ৬০ বছর বয়সী সালমান বলেন, তার এই বয়সে নতুন করে জীবন শুরু করার বিষয়টি সহজ নয়, কঠিন।

তিনি বলেন, “বিয়ে এবং বিচ্ছেদ সবকিছুরই আবেগ এবং আর্থিক মূল্য রয়েছে। জীবনে আসার পর এই বয়সে যদি কেউ চলে যায়, তাহলে যা আছে, তার অর্ধেকটাই হারাতে হবে। বয়স কম হলে সেক্ষেত্রে নতুন করে হয়ত গড়ে নেওয়া যায়, এখন আর সেটা সম্ভব নয়।“

শারীরিক প্রসঙ্গে নতুন তথ্য দিয়েছেন সালমান। এই অভিনেতা সহজ ভঙ্গিতে অকপটে বলেছেন, নানা ধরনের জটিল সব রোগের সঙ্গে লড়াই করে তিনি প্রতিদিন কাজ করে যাচ্ছেন।

“রোজ আমার হাড় ভাঙছে, পাঁজর ভেঙে গেছে, তবু কাজ করছি। আমার ট্রাইজেমিনাল নিউরালজিয়া আছে, ব্রেনে অ্যানিউরিজম রয়েছে, আবার আছে এভি ম্যালফরমেশন। সবকিছু সত্ত্বেও আমি থামার কথা ভাবছি না। ভাবতে পারছি না, তাই আমি চালিয়ে যাচ্ছি।“

ট্রাইজেমিনাল নিউরালজিয়া একটি দীর্ঘস্থায়ী স্নায়বিক রোগ। এতে মানুষের মুখে মুখে তীব্র ব্যথা হয়।

সালমান বলেছেন, এ ব্যথা এতটাই অসহনীয় যে অনেকেই একে ‘সুইসাইড ডিজিজ’ বলে থাকেন।

এভি ম্যালফরমেশন (আর্থেরিওভেনাস ম্যালফরমেশন) রোগটি হল মস্তিষ্ক বা মেরুদণ্ডের রক্তনালিতে অস্বাভাবিক সংযোগ। যা স্বাভাবিক রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে।

আর ব্রেন অ্যানিউরিজম হল মস্তিষ্কের রক্তনালির একটি দুর্বল অংশ, যা ফেটে ভেতরে গেলে রক্তক্ষরণ হতে পারে।

এসব রোগের বর্ণনা দিয়ে সালমান খান বলেন, তিনি মনে করেন জীবন যত কঠিনই হোক, থেমে থাকলে চলবে না।


এ জাতীয় আরো খবর...