শিরোনামঃ
সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

কমেছে ইসলামী ব্যাংকগুলোর আমানত

নিজস্ব প্রতিবেদক / ১৭ বার
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

প্রচলিত ধারার ব্যাংকের তুলনায় একসময় ইসলামী ব্যাংকগুলোর আমানত দ্রুত বাড়ছিল। এরপর কিছু ব্যাংক প্রচলিত ধারার ব্যাংক থেকে ইসলামীতে রূপান্তর হয়। তবে সেই ধারায় ভাটা পড়েছে। মোট আমানতে ইসলামী ব্যাংকিংয়ের অংশ কমছে।

কয়েকটি ব্যাংকের চরম দুরবস্থার কারণে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানত এক বছরে ১ শতাংশের বেশি কমেছে। অবশ্য ইসলামী ব্যাংকিং শাখা এবং উইংয়ে ব্যাপক প্রবৃদ্ধির কারণে সামগ্রিকভাবে এই ধরনের আমানতে আড়াই শতাংশের বেশি প্রবৃদ্ধি রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতের মোট আমানত ২০ লাখ ২১ হাজার কোটি টাকা দাঁড়িয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের মোট আমানত চার লাখ ৫২ হাজার কোটি টাকা। যা মোট আমানতের ২২ দশমিক ৩৭ শতাংশ।

এর আগে, চব্বিশের জুন শেষে আমানত ছিল ১৮ লাখ ৭১ হাজার কোটি টাকা। এর মধ্যে চার লাখ ২০ হাজার ৪২৭ কোটি টাকা ইসলামী ব্যাংকিংয়ের অংশ ছিল। যা ছিল মোট আমানতের ২৩ দশমিক ৫৪ শতাংশ বেশি।

প্রসঙ্গত, ২০২২ সালে সরকারের সহায়তায় কয়েকটি ইসলামী ব্যাংকের জালিয়াতির তথ্য সামনে আসার পর আতঙ্কিত হয়ে অনেকেই আমানত তুলে নিতে শুরু করেন। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংককে দুর্দশাগ্রস্ত হিসেবে চিহ্নিত করে একীভূত করে রাষ্ট্রীয় মালিকানার একটি শরিয়াহ ব্যাংক করার উদ্যোগ নিয়েছে।


এ জাতীয় আরো খবর...