শিরোনামঃ
ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: জি এম কাদের জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল, এজিএস ফেরদৌস ও মেঘলা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

কম ঘুমের কারণে হারাতে পারেন পুরুষত্ব

নিজস্ব প্রতিবেদক / ২৯ বার
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

একজন মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য। তবে, আজকাল মানুষের ব্যস্ততা এতই বেশি যে, ঠিকঠাক মতো নিজের যত্ন নিতেই ভুলে যায়। কিন্তু আপনি কি জানেন, নিয়মিত ঘুমের ঘাটতি আপনার জীবনে কতবড় ক্ষতির কারণ হতে পারে? সাম্প্রতিক একাধিক গবেষণায় দেখা গেছে কম ঘুম পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমিয়ে দেয়, যা ধীরে ধীরে যৌন ক্ষমতা কমানোর পাশাপাশি হারাতে হতে পারে পুরুষত্ব। একাধিক গবেষণায় পাওয়া যায়, একজন প্রাপ্তবয়স্ক মানুষের (১৮-৬৪) জন্য ৬-৮ ঘণ্টা ঘুম অপরিহার্য। এর কম ঘুমের কারণে দীর্ঘমেয়াদি ক্ষতি হয়।

যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যায়, দিনে মাত্র ৫ ঘণ্টা ঘুমানো পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা ১০-১৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এছাড়া ২০২২ সালে জামা নেটওয়ার্ক ওপেন-এ প্রকাশিত বিশ্লেষণে বলা হয়, পর্যাপ্ত ঘুম না হলে পুরুষের শুক্রাণুর গুণগতমান, সংখ্যা ও গতি কমে যায়, ফলে প্রজনন ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। টেস্টোস্টেরন হরমোন যৌন শক্তি, পেশি গঠন ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাধারণত প্রাপ্ত বয়স্কদের ৬ ঘণ্টার কম ঘুম কিংবা ৮ ঘণ্টার বেশি ঘুম দুটোই শরীরের জন্য ক্ষতিকর। সম্প্রতি জার্নাল অব আমেরিকান মেডিক্যাল এসােসিয়েশন প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়, কম ঘুমের কারণে পুরুষের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়। শুধু তাই নয়, এ হরমোনের মাত্রা কমে যাওয়ায় যৌন ক্ষমতা মারাত্মক হারে ক্ষতি হয়।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. রেজাউল করিম বলেন, অনেক পুরুষ যৌন সমস্যায় ভোগেন কিন্তু বুঝতে পারেন না এর পেছনে ঘুমের অভাবও অন্যতম কারণ। ঘুম পর্যাপ্ত না হলে শরীরে টেস্টোস্টেরনের উৎপাদন ব্যাহত হয়, ফলে ধীরে ধীরে যৌন ইচ্ছা ও কর্মক্ষমতা কমে যায়।

শুধু তাই নয় কম ঘুমের কারণ উচ্চ রক্তচাপ, হৃদরােগ, ডায়াবেটিস ঝুঁকি বাড়ানোর পাশাপাশি মানসিক স্বাস্থ্যও নষ্ট হয়। সুতরাং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ৬-৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুম প্রয়োজন।


এ জাতীয় আরো খবর...