শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতায় টেস্টের দ্বিতীয় ইনিংসেও ছন্নছাড়া ব্যাটিং উপহার দিয়েছে বাংলাদেশ দল। টপ অর্ডারের কোন ব্যাটারই এদিন ঠিকমতো দাঁড়াতে পারেনি। যে কারণে কলম্বো টেস্টে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়েছে টিম টাইগার্স।
কলম্বো টেস্টে ফলো-এন এড়াতে এখনও ৯৬ রান প্রয়োজন বাংলাদেশের। উইকেট বাকি আছে মাত্র ৪টি। এ টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৪৫৮ রান শেষ হয় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। পাথুম নিসাঙ্কার ১৫৮ রানের ইনিংসের পর ৮৪ রান করেন কুসাল মেন্ডিস। বাংলাদেশের তাইজুল ইসলাম শিকার করেন ৪ উইকেট। ২১১ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ শুক্রবার দিন শেষ করে ৬ উইকেটে ১১৫ রান নিয়ে।
সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ২ উইকেটে ২৯০ রান নিয়ে দিনের খেলা শুরু করে লঙ্কানরা। ১৪৬ রানে অপরাজিত থাকা নিসাঙ্কাকে দ্রুতই ফেরান তাইজুল। ২৫৪ বলে ১৫৮ রানে আউট হন এই ওপেনার। এরপর দ্রুতই ফেরেন লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা ও নাইটওয়াচম্যাচ প্রাবাথ জায়াসুরিয়া। ৩৩ রান করা কামিন্দু মেন্ডিস বোল্ড হন নাঈম হাসানের দারুণ ডেলিভারিতে।
দুর্দান্ত ব্যাটিংয়ে ৮৭ বলে ৮৪ রান করে শ্রীলঙ্কার রান সাড়ে চারশ পার করান কুসাল মেন্ডিস। দ্বিতীয় রানের চেষ্টায় রান আউট হয়ে সম্ভাব্য শতরান হারান তিনি।
এদিকে ক্যারিয়ারের ১৭তম বার ইনিংসে ৫ উইকেটের স্বাদ পান তাইজুল।
২১১ রানে পেছনে থেকে ব্যাটিং নেমে শুরুটা ভাল করতে পারেনি বাংলাদেশ। ১৯ রান করে বিজয় ফেরায় ভাঙে ৩১ রানের উদ্বোধনী জুটি। এর ৩ বল পরই ফিরেছেন আরেক ওপেনার সাদমান। তার ব্যাট থেকে এসেছে ১২ রান। তিনে নামা মুমিনুল হকও ব্যর্থ ছিলেন। ১৫ রানের বেশি করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার।
টপ অর্ডার ব্যর্থতার দিনে আশা দেখিয়েও পথ দেখাতে পারেনি মিডল অর্ডার ব্যাটাররা। শান্ত-মুশফিকরা উইকেটে থিতু হওয়ার পর উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। ৪৮ বলে ১৯ রান করেছেন শান্ত। ৫৩ বলে ২৬ করেছেন মুশফিক। শেষদিকে নেমে ১১ রান করে সাজঘরে ফিরেছেন মেহেদি হাসান মিরাজও। তবে ১৩ রান নিয়ে উইকেটে আছেন লিটন দাস। এখনো ৯৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। তাদের হাতে আছে আর ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস:
২৪৭
শ্রীলঙ্কা ১ম ইনিংস:
১১৬.৫ ওভারে ৪৫৮ (আগের দিন ২৯০/২) (নিসাঙ্কা ১৫৮, জায়াসুরিয়া ১০, ধানাঞ্জায়া ৭, কামিন্দু ৩৩, কুসাল ৮৪, দিনুশা ১১, থারিন্ডু ১০, ভিশ্ব ২*, আসিথা ০; ইবাদত ১৪-০-৫৫-০, তাইজুল ৪২.৫-৪-১৩১-৫, নাহিদ ২০-১-৯৪-১, মিরাজ ২০-১-৭৫-০, নাঈম ১৮-৪-৮৭-৩, মুমিনুল ২-০-৮-০)।
বাংলাদেশ ২য় ইনিংস:
৩৮.৪ ওভারে ১১৫/৬ (সাদমান ১২, এনামুল ১৯, মুমিনুল ১৫, এনামুল ১৯, মুশফিক ২৬, লিটন ১৩*, মিরাজ ১১; আসিথা ৮-১-২২-১, ভিশ্ব ৬-৩-১৬-০, জায়াসুরিয়া ১৪-২-৪৬-২, ধানাঞ্জায়া ৪-১-১৩-২, দিনুশা ৩-১-৭-০, থারিন্ডু ২.৪-০-১০-১)।
এ জাতীয় আরো খবর...