শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

কাঁচা মরিচের দাম ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক / ২০ বার
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

রাজধানীসহ সারা দেশের বাজারে কাঁচা মরিচের দামের ঝাঁজ এখন চরম পর্যায়ে। টানা বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় প্রতি কেজি কাঁচা মরিচের দাম খুচরা বাজারে ৩০০ থেকে ৩৬০ টাকায় পৌঁছেছে। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মরিচের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টি ও কিছু এলাকায় বন্যার কারণে মরিচের গাছ নষ্ট হয়ে গেছে। ফলে উৎপাদন কমে বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। এর সুযোগ নিয়ে আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন।

পাইকারি বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ কয়েক সপ্তাহ আগেও দাম ছিল ৬০ থেকে ১০০ টাকা। খুচরা বাজারে ২৫০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। পাড়া-মহল্লার দোকান ও ভ্যানচালকরা আরও বেশি দামে বিক্রি করছেন।

বিক্রেতারা জানান, মূলত বৃষ্টির কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে। এ ছাড়া বৃষ্টি দেখে মরিচের আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন।

অন্যদিকে সবজির দামও বেড়েছে। বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। প্রতিকেজি টমেটো ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯০-১২০ টাকা, একইভাবে বেগুন ৯০-১০০ টাকা। করলা ৮০ টাকা, পটোল, ঝিঙে, ধুন্দল ৬০-৭০ টাকা, শসা ৬০-৮০ টাকা, কচুরমুখি ৮০-১০০ টাকা, কাঁকরোল ৮০-১০০ টাকা, সজনেডাটা ১২০-১৪০ টাকা, ঢেঁড়স ৪০-৫০ টাকা, কাঁচা পেঁপে ৩০-৪০ টাকা, কাঁচকলা ৩০-৪০ টাকা হালি, বরবটি ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ভোক্তারা বলছেন, বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। মৌসুমি শাকসবজির দামও হঠাৎ বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঝুড়ি সামলানো কঠিন হয়ে পড়েছে।


এ জাতীয় আরো খবর...