শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

কাল থেকে চলবে ‘কমপ্লিট শাটডাউন’ : এনবিআর সংস্কার ঐক্য পরিষদ

নিজস্ব প্রতিবেদক / ২৫ বার
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫

‘এক দফা’ দাবি আদায়ে আগামীকাল শনিবার (২৮ জুন) থেকে ‘লাগাতার কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ-টু-এনবিআর’ কর্মসূচি ঘোষণা করেছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।

এর আগে শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় অর্থমন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার মাধ্যমে কমপ্লিট শাটডাউন ও মার্চ-টু-এনবিআর কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

তবে ঐক্য পরিষদ বলছে, অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় ঐক্য পরিষদকে আমন্ত্রণ জানানো হয়নি।

সেখানে ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ফলে আগামীকাল শনিবার শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চলবে। শুক্রবার রাতে ঐক্য পরিষদের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ জুন অর্থ উপদেষ্টার কার্যালয় হতে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দৃষ্টিগোচর হয়েছে। এই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা বিষয়ের বিপরীতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বলছে, ২৬ জুন অর্থ উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আমন্ত্রণ জানানো হয়নি। সেখানে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ফলে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ঘোষিত ২৮ জুন শনিবার ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে ‘লাগাতার কমপ্লিট শাটডাউন’ যথারীতি চলবে। 

তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। এ ছাড়া আগামী ২৮ জুন থেকে সারাদেশের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে ‘শান্তিপূর্ণ মার্চ-টু-এনবিআর’ কর্মসূচি পালিত হবে। 

এতে আরো বলা হয়েছে, দেশ ও রাজস্বের স্বার্থে পরিস্থিতি নিরসনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের রাজস্ব সংস্কার বিষয়ে দাবিসমূহ এবং এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি জানাতে যে কোনো সময় অর্থ উপদেষ্টার সাথে আলোচনায় বসতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ প্রস্তুত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এনবিআর সংস্কার বিষয়ে সৃষ্ট সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ কামনা করছে ঐক্য পরিষদ। আমরা দৃঢ়ভাবে সকলকে জানাতে চাই, আমাদের এই কর্মসূচি সম্পূর্ণ অরাজনৈতিক।

দেশ ও দশের স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এনবিআরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যৌক্তিক দাবি আদায়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে। 

অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে ২৬ জুন বিকেলে অর্থ উপদেষ্টার কার্যালয়ে আড়াই ঘণ্টাব্যাপী একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, এনবিআর চেয়ারম্যান ও এনবিআরের ১৬ জন সদস্য অংশ নেন।

সভায় তিনটি সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সিদ্ধান্তগুলো হলো এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘মার্চ-টু-এনবিআর কর্মসূচি প্রত্যাহার করা; এনবিআরের ইস্যু করা কর্মকর্তাদের দুইটি সাম্প্রতিক বদলির আদেশ পুনঃবিবেচনা করা; আগামী ১ জুলাই মঙ্গলবার বিকাল ৪টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধি, রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং এনবিআর সদস্যদের সাথে ২৫ মে অর্থ মন্ত্রণালয় হতে জারি করা প্রেস রিলিজের আলোকে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ সংশোধনের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সরকার প্রত্যাশা করে আগামী ১ জুলাই অনুষ্ঠিতব্য সভায় আলোচনার মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে ৩১ জুলাইয়ের মধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫-এর প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হবে। দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিসহ জনগণের সেবাদান কার্যক্রম সচল রাখাসহ বৃহত্তর জাতীয় স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করে এনবিআরের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিজ দপ্তরে অবস্থান করে সকল কার্যক্রমে মনোনিবেশ করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হলো।


এ জাতীয় আরো খবর...