শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

কেজিতে পেঁয়াজের দাম কমলো ৫ টাকা

নিজস্ব প্রতিবেদক / ১৩ বার
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

চার মাস ২০ দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। গত তিন দিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দুই হাজার মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। এরই মধ্যে প্রভাব পড়েছে বাজারে। পেঁয়াজ কেজিতে পাঁচ টাকা পর্যন্ত দাম কমেছে।

ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, চলতি বছরের ২৭ মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। মূলত বানিজ্য মন্ত্রণালয় আইপি না দেয়ায় এতদিন বন্ধ ছিল। গত ১৭ আগস্ট থেকে আবারও শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। গত তিন দিনে ৭৫টি ট্রাকে দুই হাজার ২৮৩ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। ধীরে ধীরে এর পরিমাণ আরও বাড়বে বলে জানান তিনি।

এদিকে, আমদানি শুরুর পরই প্রভাব পড়তে শুরু করেছে দেশীয় বাজারে। সাতক্ষীরা শহরের সুলতানপুর বাজারে পেঁয়াজ প্রতি কেজিতে পাঁচ থেকে সাত টাকা দাম কমেছে। দেশি পেঁয়াজ এখন বাজারে পাইকারিতে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৪ থেকে ৬৭ টাকায়। তিন দিন আগে বিক্রি হয়েছিল ৭২ থেকে ৭৪ টাকায়। খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৭৮ থেকে ৮০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকা। ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

সাতক্ষীরা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মাদ আবদুল্লাহ বলেন, ভারতীয় পেঁয়াজ আমদানির পরই প্রভাব পড়েছে বাজারে। প্রতি কেজিতে পাঁচ থেকে সাত টাকা দাম কমেছে। দেশি পেঁয়াজ যদি ৬০ টাকার নিচে দাম চলে আসে, তখন কৃষকরা ক্ষতিগ্রস্থ হবে। সেদিকেও খেয়াল রাখতে হবে। এ ছাড়াও ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দর দিয়ে যেগুলো আমদানি হয়েছে, তার সিংহভাগ চলে গেছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।


এ জাতীয় আরো খবর...