শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

কে এই কামাল জামান, বিএনপির মনোনয়ন পাওয়ার একদিন পর স্থগিত—

নিজস্ব প্রতিবেদক / ১৮ বার
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার একদিনের মধ্যেই স্থগিত হয়েছে কামাল জামান নুরুদ্দিন মোল্লার প্রার্থিতা। সোমবার (৩ নভেম্বর) তিনি দলীয় মনোনয়ন পাওয়ার পর শিবচরে তার বাড়িতে আনন্দ মিছিল ও সমর্থকদের ভিড় জমে। কেউ ফুলের তোড়া নিয়ে আসেন, কেউ আবার মিষ্টি বিতরণ করেন। তবে তখনই কামাল জামান নেতা-কর্মীদের সংযত থাকার আহ্বান জানান এবং উৎসবের পরিবর্তে মাঠে কাজ করার পরামর্শ দেন।

পরদিন মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি কেন্দ্রীয়ভাবে তার মনোনয়ন স্থগিত করে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণে মাদারীপুর-১ (শিবচর) আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।’

এর আগে সোমবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। ওই তালিকায় মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার নামও ছিল।

তবে রাতে ওই আসনে মনোনয়নবঞ্চিত একাদশ সংসদ নির্বাচনের বিএনপি প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর অনুসারীরা প্রতিবাদে মাঠে নামেন। তারা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালান এবং বিক্ষোভ মিছিল করেন। প্রায় আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

কামাল জামান মোল্লা ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বর্তমানে তিনি শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। ২০০৮ সাল থেকেই তিনি স্থানীয় বিএনপি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

জানতে চাইলে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব সোহেল রানা গণমাধ্যমে বলেন, ‘কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত রাখার বিষয়টি আমরা জেনেছি। দল যে সিদ্ধান্ত নেবে, আমরা সে অনুযায়ী কাজ করব। এ বিষয়ে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’

এ বিষয়ে কামাল জামান গণমাধ্যমে বলেন, ‘আমাদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের উল্লাস করা যাবে না। সরাসরি ভোটারদের দ্বারে যেতে হবে। নির্বাচনে বিজয়ী হতে পারলে আমরা আনন্দ মিছিল করব। এর আগে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শিবচরে সকল মানুষকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’


এ জাতীয় আরো খবর...