শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

কোয়ার্টার ফাইনালে পালমেইরাস ও চেলসি

নিজস্ব প্রতিবেদক / ৪৭ বার
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

ঢাকা, ২৯ জুন ২০২৫ (বাসস) : ক্লাব বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস এবং ইংলিশ ক্লাব চেলসি।

গতরাতে শেষ ষোলোর প্রথম ম্যাচে পালমেইরাস ১-০ গোলে হারিয়েছে স্বদেশি ক্লাব বোতাফাগোকে। নক আউটের দ্বিতীয় ম্যাচে চেলসি ৪-১ গোলে হারায় পর্তুগালের ক্লাব বেনফিকাকে।

ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে পারেনি পালমেইরাস ও বোতাফাগো। নির্ধারিত সময় গোলশূন্য থাকায় ম্যাচটি অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায়। সেখানে ১০০ মিনিটে গোল করেন বদলি হিসেবে খেলতে নামা পালমেইরাসের পলিনহো।

ডান দিক থেকে বল নিয়ে বোতাফাগোর দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতর পলিনহোর  দারুণ শটে ১-০ গোলে এগিয়ে যায় পালমেইরাস।

১১৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় পালমেইরাস। ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গুস্তাভো গোমেজ।

শেষ পর্যন্ত পলিনহোর গোলে জয়ের স্বাদ নিয়ে শেষ আটের টিকিট পায় পালমেইরাস।

ম্যাচ শেষে পালমেইরাস কোচ আবেল ফেরেইরা বলেন, ‘আমরা ভাল একটি ম্যাচ খেলেছি। পুরো ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়েও ভালো খেলেছে দল। জয়টা আমাদের প্রাপ্য ছিল। জয়ের ধারা অব্যাহত রাখাই দলের মূল লক্ষ্য।’

এদিকে, চার্লটে নক আউটের দ্বিতীয় ম্যাচে চেলসি ও বেনফিকার মধ্যকার ম্যাচে  প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি।

৬৪ মিনিটে প্রথম গোল পায় চেলসি। রিস জেমসের দুর্দান্ত ফ্রি কিকে ১-০ ব্যবধানের লিড ধরে রেখে জয়ের পথেই ছিল চেলসি।

ইনজুরি টাইমের দ্বিতীয় অর্থাৎ ৯২ মিনিটে জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বেনফিকা।

৯৫ মিনিটে চেলসির মালো গুস্তোর হাতে বল লাগলে পেনাল্টি পায় বেনফিকা। পেনাল্টি থেকে গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া ম্যাচে ১-১ সমতা ফেরান। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ড্র হলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি।

অতিরিক্ত সময়ের ১০৮ থেকে ১১৭ মিনিটের মধ্যে ৩ গোল করে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে চেলসি। এসময় দলের হয়ে গোল করেন ক্রিস্টোফার এনকুকু, পেদ্রো নেতো ও কিয়ারন ডিউসবুরি।

আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের বিপক্ষে খেলবে চেলসি।


এ জাতীয় আরো খবর...