বলিউড মাধ্যম সূত্রে খবর, অন্তঃসত্ত্বা ক্যাটরিনার এই ছবি কোনও এক বিজ্ঞাপনী শুটের। সেখান থেকেই ফাঁস হয়েছে। যদিও এই নিয়ে দ্বিমত রয়েছে। একাংশের দাবি, অভিনেত্রী আদতে মাতৃত্বকালীন শুটে ব্যস্ত। তবে ক্যাটরিনা যে আখেরেই অন্তঃসত্ত্বা, এই বিষয়ে আর কোনও দ্বিমত নেই। মাসখানেক ধরেই বলিউডের অন্দরে ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন। সম্প্রতি সেই জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি পড়ে কৌশল পরিবারের এক ঘনিষ্ঠের মন্তব্যে। জানা গিয়েছে, অভিনেত্রীর গর্ভাবস্থার চূড়ান্ত পর্যায় চলছে। অক্টোবর মাসেই ভিকি-ক্যাটরিনার সংসার আলো করে জন্ম নেবে প্রথম সন্তান। যদিও পরিবারের তরফে এখনও মুখে কুলুপ! তবে এই ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গেল, অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিকের মধ্যে ডেলিভারি ডেট দেওয়া হয়েছে চিকিৎসকের তরফে। তবে ভিকি-ক্যাটরিনা বিষয়টি নিয়ে কোনওরকম মুখ খুলতে চাইছেন না। সন্তান ভূমিষ্ঠ হলেই আনুষ্ঠানিকভাবে খুশির খবর ঘোষণা করবেন।