আসন্ন অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে বেশ সরগরম ক্রিকেট পাড়া। বিশেষ করে আমিনুল ইসলাম বুলবুলের বর্তমান বোর্ডের পরিচালক ইফতেখার রহমান মিঠুর ক্লাবসহ ১৫টি ক্লাবের আপত্তি নিয়ে কাঁদা ছোড়াছুড়ি কম হয়নি।
সেসময় ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত না করার কারণ হিসেবে দুদকের অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের তথ্য তুলে ধরা হয়। তবে ইসির যাচাই বাছাই শেষে ১৫টি ক্লাবসহ পাঁচ জেলা সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপও অনুমোদন দেয়া হয়। শুধু চূড়ান্ত তালিকাতে শূন্য রাখা হয়েছে নরসিংদীর কাউন্সিলরশিপের ঘর।
তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেন, শুধু কাউন্সিলর হিসেবে ভোট দেয়ার জন্য এমন ক্লাব রাখার কোনো মানে নেই।
সম্প্রতি জাতীয় দলে থাকা তাইজুল ইসলাম, সৌম্য সরকার, মুমিনুলসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারের বিসিবি নির্বাচন নিয়ে পক্ষপাতিত্ব করা দুঃখজনক বলে মনে করেন এ উপদেষ্টা।