খুলনার হোগলাডাঙ্গা মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে একটি এলপি গ্যাস ভর্তি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার জাকির হোসেনের ছেলে রায়হান (১৬) এবং অপরজন তোফাজ্জেল হোসেনের ছেলে জুয়েল বাবু (৩৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকটিকে আঘাত করলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রায়হান নিহত হন।
আহতরা হলেন—ইজিবাইক চালক কবির এবং যাত্রী টিটু, হাসিব ও নগেন্দ্রনাথ সরকার। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল বাবুর মৃত্যু হয়।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, “দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক চালককে আটকের চেষ্টা করছে বলে জানায়।