রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতন হলেও ব্যবস্থা টিকে আছে: জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক / ৯ বার
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের ব্যবস্থাপনা পরিপূর্ণভাবে উচ্ছেদ করা যায়নি। এজন্য দেশ এখনও ক্রান্তিলগ্নে রয়েছে। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) দুপুরে গণসংহতি আন্দোলনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন সাকি।

জোনায়েদ সাকি বলেন, ‘বিচার, সংস্কার ও নির্বাচন এ মুহূর্তে বাংলাদেশের জাতীয় স্বার্থ। সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে‌, যা গ্রহণযোগ্য হবে না। সংস্কার ও বিচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন নির্বাচন। তাই নির্বাচনের অপরিহার্যতা সকলকে মিলে উপলব্ধি ও রক্ষা করতে হবে। নাহলে দেশকে গণতন্ত্রে উত্তরায়ণ করা যাবে না।’

এর আগে, দলের পক্ষে শহিদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান জুনায়েদ সাকি।

এসময় উপস্থিত ছিলেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু, তাসলিমা আখতার, মনির উদ্দিন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, দীপক কুমার রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


এ জাতীয় আরো খবর...