মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

গণঅভ্যুত্থান দিবস ঘিরে বিএনপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ৮৫ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

গণঅভ্যুত্থান দিবস (৬ আগস্ট) সামনে রেখে ৩৬ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী জানান, এই কর্মসূচি শুরু হবে ৩০ জুন রাত ১২টা ১ মিনিটে—অর্থাৎ ১ জুলাইয়ের প্রথম প্রহরে—কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে। মোমবাতি প্রজ্বালন কর্মসূচিটি পালন করবে ছাত্রদল।

তিনি জানান, ৬ আগস্ট স্বৈরাচারের গুম ও হত্যাকাণ্ড নিয়ে একটি আলোচনা সভার মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে। তবে ৫ আগস্ট সরকারের নানা কর্মসূচি থাকায় ওইদিন বিএনপির কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি থাকবে না বলেও উল্লেখ করেন রিজভী।

 


এ জাতীয় আরো খবর...