শিরোনামঃ
‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার ক্রিকেটাররা পক্ষপাতিত্ব করে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন: উপদেষ্টা আসিফ ৭ অক্টোবরের হামলার স্মরণে নেতানিয়াহুর আবেগঘন বার্তা পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে শীর্ষ অগ্রাধিকারে রয়েছে : প্রধান উপদেষ্টা বাংলাদেশ আর স্বৈরশাসনের পথে ফিরবে না: ইউনূস দুর্নীতির উদ্দেশে নেওয়া প্রকল্প অর্থনীতির ওপর চাপ বাড়ায় দলমত নির্বিশেষে সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস গাজায় যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেন ট্রাম্প ট্রাম্প গাজার যুদ্ধ বন্ধ করতে চান, বললেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য শুরুর সাথে সাথে খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

গাজাগামী সুমুদ ফ্লোটিলার বহরকে সুরক্ষা দেওয়ার ঘোষণা স্পেন- ইতালির

নিজস্ব প্রতিবেদক / ৩ বার
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েলি নৌ অবরোধ ভেঙে গাজায় সরাসরি ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশে যাত্রা করা আন্তর্জাতিক ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় দেশ স্পেন ও ইতালি।

বহরটি ড্রোন হামলার শিকার হওয়ার পর সেটির নিরাপত্তায় এই দুই দেশ তাদের নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে।

বহরটিতে রয়েছে প্রায় ৫০টি বেসামরিক নৌকা। এতে রয়েছেন আইনজীবী, সংসদ সদস্য এবং মানবাধিকার কর্মীরা। বহরে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও আছেন।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার একটি ফ্রিগেট পাঠানো হয়েছে এবং সেটিকে অন্য একটি জাহাজ দিয়ে প্রতিস্থাপন করা হবে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেলজিয়াম, ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশ অনুরোধ করেছে যাতে বহরে থাকা তাদের নাগরিকদের প্রয়োজনে সুরক্ষা দেওয়া হয়।
এদিকে, ইতালি একটি সমঝোতার প্রস্তাব দিয়েছে, যাতে করে ত্রাণসামগ্রী সাইপ্রাসে নামিয়ে ক্যাথলিক চার্চের লাতিন প্যাট্রিয়ার্কেট অব জেরুজালেম-এর মাধ্যমে গাজায় পৌঁছে দেওয়া যায়। ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দাবি করেন, ইসরায়েল এ প্রস্তাবে সম্মতি দিয়েছে।

তবে বৃহস্পতিবার গ্লোবাল ফ্লোটিলার পক্ষ থেকে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করা হয়।

এর আগে বুধবার গ্রিসের গাভদোস দ্বীপের ৩০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় থাকা বহরটির ওপর ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় দেশগুলোর এই পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে উত্তেজনা আরও বাড়াতে পারে, কারণ তেল আবিব আগেই ফ্লোটিলার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে।


এ জাতীয় আরো খবর...