রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

গাজায় আরও ৯৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

নিজস্ব প্রতিবেদক / ১০৮ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় একদিনে কমপক্ষে আরও ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  আহত হয়েছেন আড়াই শতাধিক। এর মধ্য দিয়ে গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৫৮ হাজার ৬০০ জনে পৌঁছেছে।

বুধবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ‍তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসনে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে ৫৮ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরও ৯৪ জনের মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৫২ জন।


এ জাতীয় আরো খবর...