গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান আরও তীব্র এবং বিধ্বংসী রূপ নিয়েছে। গাজা শহরের বিভিন্ন এলাকায় লাগাতার বিমান ও স্থল হামলায় পুরো এলাকা যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চারদিকে শুধু বিশৃঙ্খলা, নৈরাজ্য আর আর্তনাদ। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার হামলায় অন্তত ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতের সংখ্যা শতাধিক এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া নিহতদের মধ্যে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়।
হাসপাতালগুলো আহতদের ভিড়ে উপচে পড়ছে এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। উদ্ধারকারী দলগুলো সীমিত সরঞ্জাম নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। একজন উদ্ধারকর্মী বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। আমরা একই সঙ্গে আগুন নেভানো, ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার এবং মৃতদেহ সরানোর কাজ করছি।” আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বেসামরিক নাগরিকদের ওপর এই নির্বিচার হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে সংঘাত কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং গাজার মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে।