গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর পাহারায় একটি মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের নিয়োগ করা হয়েছে, যাদের চরম ইসলাম-বিদ্বেষের ইতিহাস রয়েছে। বিবিসি’র একটি তদন্তে জানা গেছে, ‘ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব’ নামে পরিচিত এই গ্যাংটির সদস্যরা নিজেদের ‘ক্রুসেডার’ হিসেবে পরিচয় দেয় এবং তাদের প্রতীকে মধ্যযুগীয় খ্রিস্টান ধর্মযোদ্ধাদের প্রতীক ব্যবহার করে।
এই বাইকার গ্যাংয়ের অন্তত দশজন সদস্য ‘ইউজি সলিউশনস’ নামে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার হয়ে গাজায় কাজ করছেন। এই সংস্থার হয়ে কাজ করছেন জনি ‘ট্যাজ’ মালফোর্ড, যিনি গ্যাংয়ের নেতা এবং মার্কিন সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট। তার বিরুদ্ধে ঘুষ, চুরি এবং সামরিক কর্তৃপক্ষের কাছে মিথ্যা বলার অভিযোগ রয়েছে। বিবিসি’র তদন্তে আরও তিনজন শীর্ষস্থানীয় সদস্যের পরিচয় নিশ্চিত করা হয়েছে—ল্যারি ‘জে-রড’ জ্যারেট, বিল ‘সেইন্ট’ সিব এবং রিচার্ড ‘এ-ট্যাকার’ লফটন।
(বাঁ দিক থেকে) বিল সিব, রিচার্ড লফটন ও ল্যারি জ্যারেট – গ্যাং-এর এই নেতৃস্থানীয়রা তিনজনই গাজাতে সিনিয়র পদে রয়েছেন
মুসলিম অধিকার গোষ্ঠী ‘সিএআইআর’-এর সহকারী পরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেলের মতে, এই গ্যাংয়ের সদস্যদের গাজায় মানবিক ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়া কেকেকে-কে সুদানে ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়ার মতোই অর্থহীন। এটি সহিংসতা বাড়াবে।
‘ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব’ এর ফেসবুক পেজে মুসলিম-বিরোধী বিভিন্ন বিদ্বেষমূলক পোস্ট রয়েছে। তারা মুসলিমদের পবিত্র রমজান মাসকে হেয় করতে শূকর রোস্ট করার ইভেন্টও আয়োজন করেছিল। তাদের ফেসবুক পেজে “১০৯৫” সাল লেখা টুপি বিক্রির বিজ্ঞাপন রয়েছে, যা প্রথম ক্রুসেডের সূচনাকে নির্দেশ করে।
ইউজি সলিউশনস এবং গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) উভয়ই জানিয়েছে যে, তারা কর্মীদের ব্যক্তিগত শখের ওপর ভিত্তি করে নিয়োগ করে না এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। তবে বিবিসির তদন্তে দেখা গেছে, ইউজি সলিউশনসের অনেক শীর্ষস্থানীয় সদস্যেরও অপরাধমূলক ইতিহাস রয়েছে। জিএইচএফ জানিয়েছে যে তাদের টিমে বিভিন্ন ধরনের মানুষ কাজ করে, যা তাদের সাফল্যের কারণ।
গত মে মাস থেকে এ পর্যন্ত ত্রাণ কেন্দ্রগুলোতে ও এর আশেপাশে ১১৩৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর বেশিরভাগই ইসরায়েলি বাহিনীর হাতে ঘটেছে বলে জাতিসংঘ জানিয়েছে। ইউজিএস অবশ্য বেসামরিকদের উপর গুলি করার অভিযোগ অস্বীকার করেছে। তবে তারা জানিয়েছে, জনতাকে ছত্রভঙ্গ করতে কখনও সখনও ‘ওয়ার্নিং শট’ ছোড়া হয়েছে।