শিরোনামঃ
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা (ভিডিও) ধেঁয়ে আসছে শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় “ঈশান ২” ভাঙ্গায় অবরোধের প্রধান সমন্বয়ক আটক ফরিদপুরে সড়ক অবরোধকারীরা বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা চাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্ত আটক লাখ টাকা ধার করে স্ত্রী-সন্তানসহ আত্মহননকারী মিনারুলের চল্লিশা করলো পরিবার টাকা দিলেই মিলছে ব্যক্তির গুরুত্বপূর্ণ গোপন তথ্য জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

গাজায় নিহত ৬৩ হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক / ১২ বার
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ইসরায়েল অক্টোবর ২০২৩ থেকে গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর এখন পর্যন্ত গাজা উপত্যকায় কমপক্ষে ৬৩ হাজার ২৫ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৯টি মরদেহ স্থানীয় হাসপাতালগুলোতে আনা হয়েছে এবং আরও ২২৪ জন আহত হয়েছে। এর ফলে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৯ হাজার ৪৯০ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনো অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে। মরদেহ উদ্ধার কারতে কর্মীরা সেখানে পৌঁছতে পারছেন না।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ২৩ জন ফিলিস্তিনি মারা গেছে এবং অন্তত ১৮২ জন আহত হয়েছে। মে ২৭ থেকে এ পর্যন্ত শুধু ত্রাণ নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২০৩ জনে এবং আহতের সংখ্যা ১৬ হাজার ২২৮ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

এ নিয়ে অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত অনাহার ও দুর্ভিক্ষে প্রাণহানি দাঁড়িয়েছে ৩২২ জনে। তাদের মধ্যে ১২১ জনই শিশু।


এ জাতীয় আরো খবর...