গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে লড়াই চলাকালে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, নিহত সৈনিক সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) এরিয়েল লুবলিনার (৩৪), যিনি চলমান যুদ্ধ শুরুর পর থেকে নিহত ৯০০তম ইসরায়েলি সেনা।
শনিবার (৩০ আগস্ট) খান ইউনিস এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সহযোদ্ধার বন্দুক থেকে দুর্ঘটনাবশত ছোড়া গুলিতেই তার মৃত্যু হয়েছে। লুবলিনার উত্তর ইসরায়েলের কিরিয়াত বিয়ালিকের বাসিন্দা ছিলেন। প্রায় এক দশক আগে তিনি ব্রাজিল থেকে ইসরায়েলে অভিবাসন নেন। পরিবারে রয়েছেন স্ত্রী বারবারা, যিনি স্পেন থেকে ইসরায়েলে এসেছেন এবং তাদের নয় মাস বয়সী শিশু পুত্র লিওর।
হিব্রু গণমাধ্যম জানিয়েছে, রোববারই তার রিজার্ভ দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল। এরপর পরিবার নিয়ে ব্রাজিল সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। গত জুন থেকে তিনি এই দফায় দায়িত্ব পালন করে আসছিলেন। গাজায় স্থল অভিযান ও সীমান্তে সামরিক অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ৪৬১ সেনা নিহত হয়েছেন।
এর আগে শুক্রবার রাতে উত্তর গাজার জায়তুন এলাকায় সাঁজোয়া যানবাহনে বোমা বিস্ফোরণে সাতজন ইসরায়েলি সেনা আহত হন। সেনা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সেনাদের বহনকারী ওই যানটি একটি রাস্তার পাশে পেতে রাখা বিস্ফোরক যন্ত্রের ওপর দিয়ে গেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।